West Bengal Government might change Summer Vacation School College Reopening Date

Summer Vacation: আবার বাড়লো গরমের ছুটি, বন্ধ স্কুল! দেখুন রাজ্য সরকারের লেটেস্ট আপডেট

নিউজশর্ট ডেস্কঃ এবছর যে হারে তাপমাত্রা (Temparature) বাড়তে শুরু করেছিল তাতে প্রাণ ওষ্ঠাগত। তীব্র গরমের থেকে বাঁচতে কূলে গ্রীষ্মকালীন ছুটি (Summer Vacation) ঘোষণা করা হয়েছিল। তবে গত ৩রা জুন সেই ছুটি শেষ হলেও তাপমাত্রা এখনও উর্ধ্বমুখী। আবারো গরমের ছুটি বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)! কতদিন বাড়লো ছুটি কবে খুলবে স্কুল চলুন জেনে নেওয়া যাক।

গরম পড়তে হু হু করে বেড়েছিল তাপমাত্রা, সেই কারণে এপ্রিল মাসের ২২ তারিখেই কুল কলেজে ছুটি ঘোষণা করা হয়েছিল সরকারের তরফ থেকে। তবে মে মাসের শেষ দিকে বৃষ্টিপাত হওয়ায় তাপমাত্রা কিছুটা কমে। সাথে সাথেই আসতে থাকে স্কুল কলেজ খুলে দেওয়ার দাবি। এমনকি বেশকিছু স্কুল ৩ জুন থেকে খুলেও দেওয়া হয়েছিল।

পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি

যদিও ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হতো আগামী ১০ই জুন থেকে। কিন্তু তাপমাত্রা আবারো অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে। দিনের বেলা রাজ্যের বহু জায়গায় তাপমাত্রা পৌঁছে যাচ্ছে ৫০° পর্যন্ত, এমনকি ৫২° অব্দি উঠেছে সর্বোচ্চ তাপমাত্রা। সেই কারণেই আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছু রাজ্যের সরকার।

Summer Holiday

আরও পড়ুনঃ অসহ্য গরমেও স্নান করে না গোটা গ্রামের কেউ! কেন? কারণ চোখে জল আনার মত

দিল্লি থেকে উত্তরপ্রদেশের তাপমাত্রা ৫২ ডিগ্রী অতিক্রম করেছে। তাই ১৮ই জুন পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশের সরকার। তবে পশ্চিমবঙ্গের স্কুলের ছুটি নিয়ে নতুন কোনো নির্দেশিকা এই মুহূর্তে আসেনি। আগামী ১০ই জুন পর্যন্তই রয়েছে গ্রীষ্মকালীন ছুটি। যদিও আশা করা হচ্ছে তীব্র গরমের কারণে এই ছুটি হয়তো বাড়িয়ে দেওয়া হবে। অবশ্য এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো অফিসিয়াল ঘোষণা মেলেনি।

প্রসঙ্গত, রাজস্থানেও ১৭ই মে অবধি গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু তাপমাত্রা বাড়তে থাকায় সেই ছুটি ৩০শে জুন পর্যন্ত বাড়িয়ে দিয়েছে রাজস্থান সরকার। একইভাবে মধ্যপ্রদেশ সরকারও ৩০ তারিখ অবধি ছুটি বাড়িয়ে দিয়েছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X