বায়ো গ্যাস প্ল্যান্ট,Biogas Plants,আবর্জনা,Garbage,আয়ের উৎস,Income Source,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

anita

Biogas Plants: এবার আবর্জনা দিয়ে তৈরী হবে টাকা! আয় হবে কোটিতে! বিপুল কাজের সুযোগ কলকাতায়

নিউজ শর্ট ডেস্ক: কলকাতায় বিভিন্ন ঘিঞ্জি জায়গায় তো বটেই চারপাশের রাস্তাঘাটেও হামেশাই পড়ে থাকে ময়লা-আবর্জনা (Garbage)। কিন্তু এবার এই ফেলে দেওয়া আবর্জনার স্তূপই  হতে চলেছে আয়ের এক বিরাট উৎস (Income Source)। সব ঠিক থাকলে আগামী দিনে কোটি কোটি টাকার কারবার হবে এই আবর্জনা থেকেই।

   

তাই আগামী দিনে এই আবর্জনা থেকেই কর্মসংস্থান হবে রাজ্যের বিপুল ছেলেমেয়েদের। সম্প্রতি এমনই এক অভিনব উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ফেলে দেওয়া আবর্জনা থেকে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় তৈরি করা হবে, বায়ো গ্যাসের প্ল্যান্ট (Biogas Plants)।

তাও আবার একটি কিংবা দুটি নয় মোট ছ’টি প্ল্যান তৈরি করা হবে। প্রসঙ্গত এই বিশ্ব উষ্ণায়নের যুগে বায়োগ্যাস অত্যন্ত আলোচিত একটি বিষয়। পরিবেশ রক্ষা করতেএই বায়ো গ্যাসকেই বিকল্প শক্তির উৎস হিসাবেও বারবার উল্লেখ করেছেন বিজ্ঞানীরা।

বায়ো গ্যাস প্ল্যান্ট,Biogas Plants,আবর্জনা,Garbage,আয়ের উৎস,Income Source,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এবার এই বায়ো গ্যাসের প্ল্যান্ট তৈরি হতে চলেছে আমাদের কলকাতা শহর সংলগ্ন বিভিন্ন এলাকায়। জানা যাচ্ছে রাজ্য সরকার এবং বেঙ্গল গ্যাস কোম্পানির তরফে প্রথম ধাপে কলকাতার সংলগ্ন হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় তিনটি প্ল্যান্ট তৈরি করা হবে, যার মধ্যে দুটি থাকবে হুগলির রিষড়া এবং চন্দননগরে।

আরও পড়ুন: ভুল করে ফাঁদে পা দিলেই হতে হবে দেউলিয়া! আগে থেকেই সতর্ক করলো RBI

আর একটি থাকবে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। প্রথম ধাপেই এই তিনটি প্ল্যান্টের পিছনে বিনিয়োগ করা হবে প্রায় ১২০ কোটি টাকা। পরের ধাপে রাজ্যের আরও তিনটি জেলায় তৈরি হবে আরও তিনটি প্ল্যান্ট। এই প্ল্যান্ট তিনটি তৈরি করা হবে, উত্তর ২৪ পরগনার পানিহাটি,মধ্যমগ্রাম এবং পলতায়।

বায়ো গ্যাস প্ল্যান্ট,Biogas Plants,আবর্জনা,Garbage,আয়ের উৎস,Income Source,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

বিশেষজ্ঞদের মতে, ১০০ টন আবর্জনা থেকে ৫ টন গ্যাস তৈরি করা সম্ভব ৷ তাই বলাবাহুল্য আগামী দিনে এই প্ল্যন্ট চালু হলে পার্শ্ববর্তী এলাকার গ্যাসের বিপুল চাহিদা পূরণ করা যাবে। সেইসাথে ব্যাপক হরে বাড়বে কর্মসংস্থান-ও।