West Bengal Government New Update on Ration Card to give benifits to Ration Card Holders

Partha

Ration Card: রেশন দুর্নীতির দিন শেষ, বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার! উপকৃত হবেন কোটি কোটি গরিবেরা

নিউজশর্ট ডেস্কঃ রাজ্য তথা দেশের গরিব মানুষের মুখে অন্য তুলে দেওয়ার জন্য রাজ্য তথা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিনামূল্যে রেশন (Free Ration) দেওয়া হয়। প্রতিমাসে চাল, গম পায় কোটি কোটি মানুষ যাতে তাদের খাবারের যোগান অব্যাহত থাকে। এরপাশাপাশি ভোটার বা আঁধার কার্ডের মত রেশন কার্ড (Ration Card) পরিচয় পত্র হিসাবেও ব্যবহৃত হয়।

   

কিন্তু সময়ে সময় বহুবার বহুভাবে রেশন ব্যবস্থায় দুর্নীতি সামনে এসেছে। এরপর অবশ্য সরকারের তরফ থেকেও পদক্ষেপ নেওয়া হয়েছে সমস্যা সমাধানের জন্য। দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ নিজেদের কার্ড অনুযায়ী রেশন পেয়ে থাকেন। তবে এবার দুর্নীতি আটকাতে আরও কড়া হল রাজ্য সরকার। তাই আপনিও  কার্ড দিয়ে চাল গম নেন তাহলে এই প্রতিবেদন অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন।

রেশন কার্ড নিয়ে আরও কড়া রাজ্য সরকার!

বর্তমানে পশ্চিমবঙ্গে যে কার্ডে রেশন দেওয়া হয় সেগুলির বেশ কিছু ভাগ রয়েছে, যেমন RKSY, SPHH,PHH ও AAY। এছাড়া RKSY এর মধ্যেও দুটি ভাগ রয়েছে একটি RKSY I ও অন্যটি RKSY II। প্রতিটি কার্ডে মাসিক চাল ও গমের পরিমাণ আলাদা আলাদা হয়ে থাকে। কোন কার্ডে কত কেজি চাল ও গম দেওয়া হবে তা প্রতিমাসে আপডেট করা হয়। তবে এই আপডেট অনেকেই পান না। তাই এবার সরাসরি গ্রাহকদের মোবাইলেই তাঁর প্রাপ্য রেশনের পরিমাণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Ration Card

আরও পড়ুনঃ লক্ষীর ভান্ডারের অতীত, আসছে গণেশ ভান্ডার! ভাইরাল ছবিকে ঘিরে জোর জল্পনা নেটপাড়ায়

মোবাইলেই আসবে রেশনে প্রাপ্য চাল ডালের লিস্ট 

প্রতিমাসে যেমন বরাদ্দ খাদ্যশস্যের তালিকা আপডেট করা হয়, তেমনি এবার থেকে রেশন কার্ড হোল্ডারদের কাছেও মেসেজ পাঠানো হবে। তবে আখেরে রেজিস্টার্ড মোবাইল নাম্বার থাকাটা অতন্ত্য জরুরী। তাহলেই গ্রাহকদের ঠকানোর কোনো অবকাশ থাকবে না। গ্রাহকরা সোজাসুজি মেসেজ দেখিয়ে নিজেদের প্রাপ্য চাল ডাল নিতে পারবেন। এতে করে লক্ষ লক্ষ রেশনকার্ড হোল্ডারদের উপকার হবে।