নিউজশর্ট ডেস্কঃ রাজ্য সরকারের (West Bengal Government) তরফ থেকে প্রতিমাসে পশ্চিমবঙ্গের মহিলাদের অ্যাকাউন্টে টাকা করে দেওয়া হয়। হ্যাঁ ঠিকই ধরেছেন লক্ষীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের কথাই বলছি। এই প্রকল্পের দরুণ ১০০০-১২০০টাকা করে ভাতা দেওয়া হয় রাজ্যের কয়েক লক্ষ মহিলাদের। নারী ক্ষমতায়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) এই উদ্যোগ রাজ্যের গন্ডি ছাড়িয়ে দেশ এমনকি বিদেশেও সুখ্যাতি পেয়েছে।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল লক্ষীর ভান্ডার। সেই সময় জেনারেল কাস্ট মহিলাদের মাসিক ৫০০টাকা ও এসসি, এসটি, ওবিসিদের ১০০০টাকা ভাতা দেওয়া হত। এরপর এবছরেই সেটা বাড়িয়ে সাধারণের জন্য ১০০০ ও সংখ্যালঘুদের ক্ষেত্রে ১২০০টাকা করে দেওয়া হয়। শুধু মহিলারাই নয়, রাজ্যের যুবদের উদ্দেশ্যেও একধিক প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের।
খাদ্যসাথী, সবুজসাথী, লক্ষী ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে যুবশ্রী (Yuvashree Scheme), কৃষকবন্ধু এর মত ৫০ এরও বেশি প্রকল্প রয়েছে রাজ্য সরকার গরিব মানুষদের সাহায্যার্থে। এই প্রকল্পগুলির মধ্যে যুবকদের জন্য যুবশ্রী প্রকল্প আছে যাতে প্রতিমাসে টাকা পাবে রাজ্যের যুবকেরা। আজ যুবশ্রী প্রকল্প ও আবেদনের পদ্ধতি সম্পর্কে জানাবো।
আরও পড়ুনঃ মাসের শুরুতেই লক্ষীলাভ! ফিক্সড ডিপোজিটে চোখ ধাঁধানো সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক
রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্প (Yuvashree Scheme)
রাজ্যের বেকার যুব সমাজের জন্য এই প্রকল্প চালু করা হয়েছিল। এই প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখলে প্রতিমাসে ভাতা হিসাবে ১৫০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত অর্থ সাহায্য করে পশ্চিমবঙ্গ সরকার। ২০১৩ সালে এই প্রকল্পের সূচনা হয়েছিল, যুবকদের কর্মযোগী হয়ে উঠতে সাহায্য করার জন্য।
যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য যোগ্যতাঃ
- যদি কেউ যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে চাও তাহলে তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে ক্লাস এইট পাশ হতে হবে।
- যুবশ্রী প্রকল্পে আবেদনের পূর্বে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করে রাখতে হবে।
- একটি পরিবারের একজনকেই এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। তাই এক পরিবারের দ্বিতীয় যুবক যুবশ্রীর জন্য আবেদন করতে পারবে না।
- আবেদনকারীর বয়স উক্ত বছরের ১লা এপ্রিলে ১৮ বছর হতে হবে।
কিভাবে যুবশ্রী প্রকল্পে আবেদন করবে?
যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট employmentbankwb.gov.in এ যেতে হবে।
এরপর সেখানে “Job Seeker” অপশনে ক্লিক করে নতুন এনরোলমেন্ট বা রেজিস্ট্রেশনে করতে হবে।
রেজিস্ট্রেশনের সময় সমস্ত সঠিক তথ্য দিয়ে ও দরকারি নথি আপলোড করে ফর্ম ফিলাপ করে নিতে হবে। ফর্ম ফিলাপ হয়ে যাওয়ার পর একবার চেক করে সাবমিট করে দিতে হবে।
ফর্ম ফিলাপ হওয়ার পর সেটার প্রিন্টআউট করে নিতে হবে। এরপর সেই প্রিন্ট আউট আবেদনের ৯০ দিনের মধ্যে নিকটবর্তী SDO অফিসে জমা করতে হবে।
যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি?
এই প্রকল্পে আবেদনের জন্য যে ডকুমেন্টস প্রয়োজন হবে সেগুলি হল নিম্নরুপঃ
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
- মাধ্যমিকের রেজাল্ট
- আঁধার কার্ড
- ভোটার কার্ড
- পাসপোর্ট সাইজ ছবি
- ব্যাঙ্কের পাশ বই
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- চালু মোবাইল নাম্বার