West Bengal Land and Land Reforms Department BLRO Office Recruitment 2024

স্নাতক পাশেই সরকারি দফতরে ১৬০০০ মাইনের চাকরি, দেখে নিন আবেদনের পদ্ধতি

পার্থ মান্নাঃ চাকরির বাজারের যা অবস্থা তাতে একটা ভালো চাকরির জন্য রীতিমত হন্যে হয়ে ঘুরতে হচ্ছে যুবক যুবতীদের। তবে এবার আর নয়, সম্প্রতি সুখবর মিলেছে পশ্চিমবঙ্গের বেকার চাকুরিপ্রার্থীদের জন্য। পশ্চিমবঙ্গ সরকারের ভূমি দফতরের বিএলআরও অফিসে চুক্তিভিত্তিক নিয়োগ হবে। কিভাবে আবেদন করতে হবে? কি যোগ্যতা লাগবে? চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত।

ভূমি দপ্তরের বিএলআরও (BLRO) অফিসে চুক্তিভিত্তিক নিয়োগ

সম্প্রতি West Bengal Land & Land Reforms Department এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ,যেখানে চুক্তিভিত্তিক গ্রূপ সি কর্মী নিয়োগ করা হবে।

শূন্যপদের নাম ও সংখ্যা

ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১৬টি শূন্যপদ রয়েছে এই পদের জন্য।

বেতন

ডেটা এন্ট্রি পদের জন্য নিযুক্ত হলে ১৬০০০ টাকা মাসিক বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও বয়স

আপনি যদি ভূমি দফতরে ডাটা এন্ট্রি অপারেটরের গ্রূপ সি পদে চাকরি পেতে চান তাহলে আপনাকে কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ হতে হবে। তাছাড়া প্রার্থীর অবশ্যই কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। মূলত MS OFFICE ও ইন্টারনেট ব্যবহার জানতে হবে।

এই পদে আবেদন করতে চাইলে বয়সসীমা রয়েছে। প্রার্থীর বয়স নূন্যতম ২১ বছর হতে হবে আর সর্বোচ্চ ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যেতে পারে।

প্রার্থী বাছাই পক্রিয়া

যারা আবেদন করবেন তাদের একটি লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর মধ্যে দিয়ে যেতে হবে। প্রথমে ৫০ নম্বরের MCQ প্রশ্নের লিখিত পরীক্ষা নেওয়া হবে। সেখানে ইংরেজির জন্য ১০ নম্বর, গণিতের জন্য ১০ নাম্বার, জেনারেল নলেজের জন্য ১০ নাম্বার ও কম্পিউটার নলেজের জন্য ২০ নম্বর থাকবে। এরপর ৪০ নম্বরের কম্পিউটার টেস্ট নেওয়া হবে। আর শেষে ইন্টারভিউ এ ১০ নম্বর থাকবে। সমস্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে।

কিভাবে আবেদন করতে হবে?

১। আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান তাহলে প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে (নিচে লিঙ্ক দেওয়া আছে) চলে যেতে হবে।
২। এরপর Apply Now এ ক্লিক করুন। তাহলেই আবেদন ফর্ম খুলে যাবে।
৩। এবার আবেদন ফর্মে এক এক করে সমস্ত তথ্য সঠিকভাবে ফিলআপ করে দিতে হবে। সব তথ্য পূরণ করে দেওয়া হয়ে গেলে সাবমিট করে দিলেই আবেদন করা হয়ে যাবে।
৪। তবে মনে রাখতে হবে আগামী ২২শে অক্টোবর ২০২৪ এর মধ্যেই আবেদন করে ফেলতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইট >> Official Website

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X