১৬ অগস্ট, ২০২৪ থেকে পশ্চিমবঙ্গে মদের দাম বৃদ্ধি পাওয়ায় সুরাপ্রেমীদের মধ্যে বেশ হতাশা দেখা দিয়েছিল। কারণ পুজোর আগে এই দাম বৃদ্ধি মানেই পকেটে একটা বড় ধাক্কা। তবে সম্প্রতি কিছু রিপোর্টে জানা গেছে, সুরাপ্রেমীদের জন্য কিছুটা স্বস্তির খবর রয়েছে। কলকাতা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় এখনও পুরনো দামে মদ কেনার সুযোগ রয়েছে। যার ফলে পুজোর সময়ে মদের বাজারে সস্তায় সূরা পাওয়া যেতে পারে।
পুজোর আগে সুরাপ্রেমীদের জন্য সুখবর
সংবাদ প্রতিদিনের এক রিপোর্ট অনুযায়ী, বহু খুচরো বিক্রেতা ও দোকানদার ১৬ অগস্টের আগে পুরনো দামের মদ মজুত করে রেখেছিলেন। এই মজুত না ফুরানো পর্যন্ত, নতুন দামে মদ বিক্রি করা হবে না। ফলে পুজোর সময় অনেক জায়গাতেই পুরনো দামে মদ কেনার সুযোগ পেয়ে যাবেন ক্রেতারা। বিশেষ করে বিয়ার এবং দেশে তৈরি বিদেশি মদ (IMFL) আরও কয়েকদিন আগের দামে পাওয়া যাবে। কিছু ব্র্যান্ডের ক্ষেত্রে, কালীপুজো পর্যন্তও পুরনো সস্তা দামে সুরাপ্রেমীরা মদ কিনতে পারবেন।
মদের নতুন দাম ও সরকারের আয়
গত জুলাই মাসে, রাজ্যের আবগারি দফতর মদের শুল্ক বৃদ্ধি করার অনুমতি দেয়। যার ফলে মদের দাম ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। বিশেষ করে ইন্ডিয়া মেড ফরেন লিকারের (IMFL) দাম ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়ে যায়। দেশি মদের দাম বোতল পিছু ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। এর আগে ২০২১ সালে মদের দাম বাড়ানো হয়েছিল। তারপর অবশ্য ২০২২ সালে কমানো হয়েছিল বিয়ারের দাম। তবে এবার ফের একবার দাম বাড়ানো হয়েছে।
৬০০ মিলি দেশি মদের দাম যেখানে ১৫৫ ছিল সেটা বেড়ে ১৬০ হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও ৩০০ থেকে ৩৫০ মিলির বোতলের দাম ৮০ থেকে বেড়ে ৯০ বা ১০০ টাকাও হয়ে যেতে পারে। তাছাড়া বিয়ারের বোতল যেখানে ১৩৫ টাকা ছিল সেটাও এক ধাক্কায় বেড়ে ১৫০ টাকা হয়ে যাবে। উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ সরকার মদ বিক্রি করে ১৮ হাজার কোটি টাকা আয় করেছে। এবার মদের দাম বৃদ্ধির ফলে, ২০২৪-২৫ অর্থবর্ষে সেই আয় বেড়ে ২০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।