পার্থ মান্নাঃ এবছর বর্ষা দেরিতে প্রবেশ করলেও ভালোই বৃষ্টি হয়েছে। দুর্গাপুজোর সময়েও বৃষ্টির পূর্বাভাস ছিল ঠিকই, তবে পুজোর কটা দিন একটু রেহাই মিলেছিল। কিন্তু মুশকিল হল ফের নতুন করে ঘূর্ণাবর্ত তৈরী হওয়ার জড়ের গোটা বাংলা জুড়ে বৃষ্টির সম্ভাবনা প্রবল হচ্ছে বলে জানাচ্ছে মৌসম ভবন বা IMD।
সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তাতে জানা যাচ্ছে,দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্যে বঙ্গইপোসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। যা আজ রাতের দিকে পুদুচেরি ও তামিলনাড়ু হয়ে অন্ধ্রপ্রদেশের দিকে প্রবেশ করেছে। নিম্নচাপের ফলে উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া, বজ্রপাত সহ ভারী বৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে স্বস্তির খবর এটাই যে পশ্চিমবঙ্গে এর প্রভাব খুব একটা দেখা যাবে না।
দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া
আজ অর্থাৎ বৃহস্পতিবার ইতিমধ্যেই দক্ষিণের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টি হয়েছে। আর আগামীকাল অর্থাৎ শুক্রবারেও কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বাকি আর কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া
এদিকে উত্তরেও আজ দার্জিলিং, কালিম্পঙ ও আলিপুর দুয়ার জেলায় বৃষ্টি হয়েছে। আগামীতেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ , আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানা যাচ্ছে। একইসাথে বজ্রপাত হবে বলে আশংকা রয়েছে। তবে উত্তরের বাকি জেলায় আবহাওয়া বেশ মনোরম থাকবে বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, আগামী কয়েকদিন বৃষ্টিপাত হবে বলেই জানা যাচ্ছে। শনিবারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার শুষ্ক আবহাওয়া থাকবে বলে মনে করা হচ্ছে।