পার্থ মান্নাঃ আজ ৩রা নভেম্বর ভাইফোঁটা, আজকের দিনে বোনেরা ভাইদের কপালে ফোঁটা দেবে ভাইয়ের মঙ্গল ও দীর্ঘায়ু কামনার জন্য। ছোটরা বাড়িতেই ফোঁটা দিয়ে নিতে পারলেও বড়রা আজকের দিনে বোনের বাড়ি যায় ফোঁটা নিতে। তাই আজকের দিনের আবহাওয়াটা ভালো থাকলেই ভালো। ইতিমধ্যেই তাপমাত্রা কিছুটা কমেছে। সকাল হলে হালকা শীতের অনুভূতিও হচ্ছে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই তো? চলুন দেখে নেওয়া যাক মৌসম ভবন বা IMD এর দেওয়া আজকের আবহাওয়ার খবর।
আজকের আবহাওয়া
আজ সকাল থেকে আকাশ বেশ পরিষ্কার। অন্যদিনের তুলনায় তাপমাত্রাও কিছুটা কমেছে বাংলায়। ভোরের দিকে শিশির পড়ছে বোঝাই যাচ্ছে। সব মিলিয়ে আজকের আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানাচ্ছ আবহাওয়া দফতর। এছাড়া আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে মনে করা হচ্ছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের শেষ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী আজ বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। উল্টে পশ্চিমি বায়ুর জেরে তাপমাত্রা কমেছে ফলে শীতের আমেজ সেভাবে বোঝা না গেলেও আবহাওয়া বেশ মনোরম থাকবে বলে আশা করা হচ্ছে। আজ কলকাতা থেকে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়নি।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণের আবহাওয়া শুষ্ক হলেও উত্তরে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরী হয়েছে। হাওয়া অফিসের মতে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপু ও মালদা জেলায় বজ্রপাত সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল সপ্তাহের প্রথম কর্মদিবস বা সোমবার। সকলেই ছুটি শেষে কাজে ফিরবেন। বিশেষ করে সরকারি কর্মীরা লম্বা ছুটির পর কাজে ফিরবেন। তবে চিন্তা নেই কালকেও দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। যদিও উত্তরবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ থেকে আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।