Arijit

রাষ্ট্রপতির কাছে পশ্চিমবঙ্গের হিংসা খতিয়ে দেখার দাবি তুললো প্রাপ্তন আমলারা

ভোট পরবর্তী হিংসা অব্যাহত পশ্চিমবঙ্গে। ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকে প্রায় 15 হাজারের বেশি হিংসাত্মক ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে। এবার সেই নিয়ে নড়েচড়ে বসল দেশের প্রাক্তন আমলা, বিচারপতিরা। দেশের মোট 146 জন আমলা এবং বিচারপতি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে চিঠি দিয়ে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার ব্যাপারটি খতিয়ে দেখার জন্য দাবি করেছেন। সেই সঙ্গে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার ব্যাপারেও উনারা আওয়াজ তুলেছেন।