Western Railway Recruitment for 5066 aprentice

৫০৬৬ শূন্যপদ, মাধ্যমিক পাশে ইন্টারভিউ দিয়েই রেলের চাকরি, ঝটপট করুন আবেদন

পার্থ মান্নাঃ মাধ্যমিক, উচ্চমাধ্যমিক থেকে স্নাতক পাশ করেও আজও অনেকেই একটা ভালো চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে। কাজের এতটাই আকাল যে সরকারি কোনো চাকরির বিজ্ঞপ্তি বেরোলে তাতে শূন্যপদ নামমাত্র হলেও আবেদন পড়ে লক্ষাধিক। তবে এবার বেকারদের জন্য সুখবর দিল ভারতীয় রেল। অল্প স্বল্প নয় একেবারে ৫০৬৬ টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ওয়েস্টার্ন রেলওয়ে। কিভাবে আবেদন করবেন থেকে কি কি যোগ্যতা লাগবে? সবটা জেনে নিন আজকের প্রতিবেদেনে।

Western Railway Recruitment 2024

যেমনটা জানা যাচ্ছে অ্যাপ্রেন্টিসের নানা পদে ৫ হাজারেরও বেশি শূন্যপদ। রয়েছে তার জন্যই শিক্ষানবিস নেওয় হবে। নিচে আবেদনের জন্য যোগ্যতা, আবেদনের পদ্ধতি থেকেই সমস্ত কিছু বিস্তারিত জানানো হল।

মোট শূন্যপদ ও পোস্ট

ওয়েস্টার্ন রেলওয়ের তরফ থেকে যে নোটিফিকেশন জারি করা হয়েছে তাতে মোট ৫০৬৬টি শূন্যপদের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ফিটার, ওয়েল্ডার, পেন্টার, কার্পেন্টার থেকে ইলেক্ট্রিশিয়ান ও আরও অনেক পদ রয়েছে। পদের ভিত্তিতে যে যদি শূন্যপদের বিন্যাস দেখতে চান তাহলে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে হবে (নিচে লিঙ্ক দেওয়া আছে)।

শিক্ষাগত যোগ্যতা ও বয়স

যারা এই পদগুলির জন্য আবেদন করতে চাও তাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হলেই হবে। তবে মাধ্যমিকে অন্তত ৫০% নাম্বার সহ পাশ করে থাকতে হবে। এর সাথে যে পদের জন্য আবেদন করা হচ্ছে সেই পদের জন্য আইটিটাই সার্টিফিকেট থাকা জরুরি। এছাড়া আবেদনকারী প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে হতে হবে। তবে SC, ST, OBC ও EWS প্রার্থীদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে।

আবেদন পক্রিয়া ও ফিস

  • যারা আবেদন করতে চাও তারা অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটের (নিচে লিংক দেওয়া আছে) মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য প্রথমেই ওয়েবসাইটে চলে যেতে হবে।
  • তারপর Notification No. RRC/WR/03/2024 এ ক্লিক করার পর ‘Click here to Apply’ অপশনে ক্লিক করতে হবে। তারপর রেজিস্ট্রেশন করে নিতে হবে।
  • রেজিস্ট্রেশন করা হয়ে গেলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিন। তারপর যে পদের জন্য আবেদন করতে চাইছেন সেটা সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করে নিতে হবে।
  • ফর্ম ফিলাপ হয়ে গেলে যা ডকুমেন্টস আপলোড করতে বলা হবে সেটা আপলোড করে শেষবার সবটা চেক করে সাবমিট করে দিলেই আবেদন হয়ে যাবে। তবে কাজ শেষ করার জন্য ১০০ টাকার ফি পেমেন্ট করতে হবে জেনারেল প্রার্থীদের জন্য। বাকিদের জন্য কোনো চার্জ লাগবে না।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

  1. আধার কার্ড
  2. মাধ্যমিক পাশের রেজাল্ট ও সার্টির্ফিকেট
  3. আইটিআই পাশের সার্টিফিকেট
  4. চালু মোবাইল নাম্বার ও ইমেল আইডি
  5. কালার পাসপোর্ট সাইজ ছবি

কিভাবে নিয়োগ করা হবে?

আবেদন করার পর দ্বাদশ শ্রেণী ও আইটিআই কোর্সের রেজাল্টে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে মেথতালিকা তৈরী করা হবে। দুই ক্ষেত্রেই সমান গুরুত্ব দেওয়া হবে। এরপর ফিজিক্যাল ও ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। সব ঠিক থাকলে নিয়োগপত্র দেওয়া হবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X