নিউজশর্ট ডেস্কঃ সাধারণ মানুষের কাছে বিনিয়োগের(Investment) জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হল লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এলআইসি(LIC)। প্রায় দীর্ঘদিন ধরে এই সংস্থা সাধারণ মানুষের মনে নির্ভরযোগ্যতা যুগিয়ে এসেছে। তাই নিজের অর্থ নিরাপদে রাখার জন্য, মোটা টাকা রিটার্ন পাওয়ার জন্য বহু মানুষ এলআইসি-তে পলিসি(LIC Policy) করে থাকেন। আপনিও যদি এলআইসিতে পলিসি করেন। তাহলে আজকে প্রতিবেদনটি আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।
যদি কখনো কোন কারনে এলআইসি প্রিমিয়াম দেওয়া বন্ধ করে দেন। অথবা পলিসিটি মাঝপথে বন্ধ করতে চান। তাহলে আপনার কত টাকা ক্ষতি হবে? কত টাকা ফেরত পাবেন? আদৌ টাকা ফেরত পাবেন কিনা সমস্ত বিষয়ে জানার জন্য প্রতিবেদনটি পুরোটা অবশ্যই পড়ে ফেলুন।
LIC-এর ভাগ: আপনি যদি মাঝপথে আপনার এলআইসি পলিসি বন্ধ করে থাকেন। তাহলে সবার আগে জানতে হবে আপনি কোন প্রকারের এলআইসি পলিসিতে অর্থ বিনিয়োগ করেছেন। এলআইসি বেশ অনেকগুলো ভাগ রয়েছে। জীবন বীমার ক্ষেত্রে তিনখানা ভাগ আছে। টার্ম ইন্সুরেন্স, ট্র্যাডিশনাল ইন্স্যুরেন্স ও Ulip ‘s ইন্সুরেন্স।
টার্ম ইন্সুরেন্স: জীবনবিমার ক্ষেত্রে সবথেকে সহজ হল টার্ম ইন্সুরেন্স। এক্ষেত্রে আপনাকে একটা মোটা টাকা ফিক্সড প্রিমিয়াম পে করতে হবে। এর বদলে আপনি ডেথ ইন্সুরেন্স পেয়ে যাবেন। অর্থাৎ এই পলিসিটি শুধুমাত্র ডেথ কভার পাবেন। পলিসি চলাকালীন আপনার কোন কারনে যদি দুর্ঘটনা ঘটে তাহলে ইন্সুরেন্সের সেই টাকা আপনার পরিবার পেয়ে যাবে। মনে রাখবেন, এই কারণ ছাড়া অন্য কোন কারণে আপনি আপনার প্রিমিয়ামের টাকা ফেরত পাবেন না।
ট্রাডিশনাল ইন্সুরেন্স: এই ইন্সুরেন্সে মানিব্যাক, জীবনভর সুবিধা, এন্ডোমেন্ট এবং গ্যারান্টেড প্ল্যান থাকে। অর্থাৎ এই ইন্সুরেন্স-এর ক্ষেত্রে আপনি ডেথ ইন্সুরেন্স কভারের পাশাপাশি প্রিমিয়ামের টাকা ফেরত পেয়ে যাবেন।
Ulip’s ইন্সুরেন্স: এই ইন্সুরেন্স হল ট্রেডিশনাল ইন্সুরেন্স এবং টার্ম ইন্সুরেন্সের কম্বিনেশন। এক্ষেত্রে ডেট কভার ইন্সুরেন্সের পাশাপাশি ইন্টারেস্ট সহ রিটার্ন পেয়ে যাবেন। এটিকে অনেকেই ইনভেসমেন্ট বলে থাকে।
এলআইসি-এর পলিসি কিভাবে মাঝপথে বন্ধ করবেন?
আপনি এলআইসি পলিসি শুরু করার কমপক্ষে তিন বছর প্রিমিয়াম দিয়ে থাকলে আপনি সহজেই এই এলআইসি পলিসি বন্ধ করতে পারেন। আপনি আপনার পলিসিটি এলআইসির যে শাখা থেকে করিয়েছিলেন সেখান থেকে আপনার পলিসিটা বন্ধ করতে পারবেন। আর যার নামে পলিসি আছে এক্ষেত্রে তাকে অবশ্যই যেতে হবে। এলআইসি পলিসি বন্ধ করার ১০ থেকে ১৫ দিনের মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রিমিয়ামের সব টাকা ফেরত চলে আসবে।
বন্ধ করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে?
১) LIC ওয়েবসাইট থেকে LIC Policy Surrender Form No.5074 ডাউনলোড করে তার প্রিন্টআউট বের করে সঙ্গে নিয়ে যেতে হবে।
২) ব্যাঙ্ক বাতিল চেক লাগবে। যেখানে আপনার নাম ও প্রিন্ট থাকা চাই। অথবা ব্যাঙ্ক পাসবুক, ফটোকপি নিয়ে যেতে হবে।
৩) অরিজিনাল ID প্রুফ যেমন আধার, ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড লাগবে।
আর এলআইসি পলিসি মাঝপথে বন্ধ করলে কি কি ক্ষতি হয়?
এ বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ। যদি কোন কারণবশত আপনার এলআইসি পলিসিটি মাঝপথে বন্ধ করতে চান। তাহলে কি কি ক্ষতি হবে অবশ্যই জেনে নিন।
১) প্রথমত আপনার জীবন বীমা সুরক্ষা বন্ধ হয়ে যাবে।
২) ulips-এর ক্ষেত্রে আপনি যদি পাঁচ বছর আগে সারেন্ডার করে থাকেন তখন আপনাকে ট্যাক্স বেনিফিট ফেরত দিতে হবে।
৩) ট্রেডিশনাল ইন্সুরেন্সের ক্ষেত্রে আপনি যদি ২ বছর আগে স্যারেন্ডার করেন তখন আপনাকে ট্যাক্স বেনিফিট ফেরত দিতে হবে।
৪) আর আপনি যদি ট্যাক্স বেনিফিটস নিয়েছেন 80C এর আন্ডারে সেটা ফেরত দিতে হবে।