নিউজশর্ট ডেস্কঃ যে কোন ক্ষেত্রে আর্থিক প্রয়োজনে আমরা সাধারণত লোন নিয়ে থাকি। আবার অনেক সময় অতিরিক্ত টাকার প্রয়োজন হলে একটি লোনের ওপরে টপ আপ(Top-Up Loan) হিসেবে আরো লোন নেওয়া হয়। অনেকেই এই টপ আপ লোন সম্পর্কে এখনো ভালোভাবে ওয়াকিবহল নয়। আজকের এই প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত তথ্য ও আপনাদের সঙ্গে শেয়ার করব।
টপ আপ লোন কি? ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের দ্বারা কোন একজন লোনগ্রহিতার চলতে থাকার লোনের পরিমাণের ওপরে অতিরিক্ত তহবিল ধার করার সুবিধাকে বলা হয় টপ আপ লোন। এই লোন হোম লোন, পার্সোনাল লোন এবং গাড়ির লোনের ক্ষেত্রে প্রযোজ্য।
এই লোনের কি উদ্দেশ্য?
এডুকেশন লোন বা চিকিৎসার ব্যায় মিটানো বা যে কোন রকমের আর্থিক প্রয়োজনে এই টপ আপ লোন ঋণগ্রহীতাদের দ্বারা ব্যবহার করা হয়। এই টপ আপ লোন নিতে হলে ঋণগ্রহিতাকে অবশ্যই তার চলতে থাকা ঋণ একটা ভালো পরিশোধের ট্র্যাক রেকর্ড থাকতে হবে। এক্ষেত্রে টপ আপ লোন পাওয়ার আগে ঋণ গ্রহীতার ঋণ পরিশোধের ইতিহাস, ক্রেডিট স্কোর, আয়ের হিসাব এবং অন্যান্য সমস্ত বিষয়ে চেক করে দেখা হয়।
আরও পড়ুন: Bank Rules: মে মাস থেকে বদলে যাচ্ছে ব্যাঙ্কের বিভিন্ন নিয়ম! আগে থেকে জানলে সুবিধা আপনারই
এই টপ আপ লোনের পরিমাণ কত হবে সেটা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। যেমন ঋণ গ্রহিতার পরিশোধের ক্ষমতা, লোনের বকেয়া ব্যালেন্স ইত্যাদি। এক্ষেত্রে যারা ঋণ দিচ্ছে তারা মূল লোনের পরিমাণের একটা নির্দিষ্ট শতাংশ পর্যন্ত টপ আপ লোন দিয়ে থাকে।
সুদের হার: এই টপ আপ লোনের জন্য সুদের হার সাধারণ লোনের সুদের হারের চেয়ে সামান্য বেশি হয়।
কিভাবে এটি পরিশোধ করা হয়?
এটি ঋনগ্রহীতাদের অবশিষ্ট লোনের মেয়াদে তাদের চলতে থাকা লোন EMI সহ টপ আপ লোন পরিশোধ করার বা ইএমআই পরিমাণ বাড়িয়ে একটি ছোট মেয়াদের জন্য বেছে নেওয়ার বিকল্প দেওয়া হয়। তবে একটা বিষয় মনে রাখতে হবে যে এই টপ আপ লোন নেওয়ার আগে ঋণগ্রহীতাদের আর্থিক চাহিদা এবং লোন পরিশোধের ক্ষমতার সঙ্গে সমস্ত কিছু বিচার বিবেচনা করে শর্তাবলী জেনে তারপরে গ্রহণ করা উচিত।