SIM Card

Papiya Paul

SIM Card: আপনার নামের সিম অন্য কেউ ব্যবহার করছে না তো! বড়সড় বিপদে পড়ার আগে যা করতে হবে দেখুন

নিউজশর্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারের বর্তমান নিয়ম অনুযায়ী এখন খুব সহজে আর সিম কার্ড পাওয়া যায় না। আগে যেমন দৌড় মারলেই পাড়ার দোকান থেকে নতুন সিম কার্ড(Sim Card) ইচ্ছামত কিনে নেওয়া যেত। ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিলে সহজে সিম কার্ড পাওয়া যেত। কিন্তু এখন সেসব নিয়ম উঠে গিয়েছে। এখন আধার কার্ড দেখিয়ে বায়োমেট্রিক ভেরিফিকেশন পরেই নতুন সিম কার্ড নেওয়া যাবে।

   

একজনের নামে মোবাইলে সিমের সংখ্যা এখন নির্দিষ্ট করে দিয়েছে ট্রাই। বহু মানুষ আছেন যারা একাধিক সিম কার্ড ব্যবহার করেন এবং একটা সময়ের পর এই নম্বরগুলো বাদ দিয়ে দেন। কারণ সেসব নম্বরের কোন প্রয়োজন নেই। এছাড়া এখন একটি সিম চালু রাখার জন্য প্রত্যেক মাসে ন্যূনতম যে রিচার্জ করতে হয় সেই টাকার অংকটাও অনেক বেড়ে গিয়েছে।

আগে যেমন অল্প টাকা রিচার্জ করে আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যেত। এখন সেসব সুবিধা নেই, প্রত্যেক মাসে রিচার্জ করতে হবে। নাহলে কোন কল কিংবা ইন্টারনেট, এসএমএস কিছুই করা যাবে না। তাই বর্তমান সময়ে মোবাইলে রিচার্জের খরচ বেড়ে যাওয়ার ফলে যে মোবাইল নম্বরটা বেশি প্রয়োজন নেই, সেটি বন্ধ করে দিচ্ছেন বহু গ্রাহক। আর স্থানীয় কেন্দ্রে গিয়ে সেই মোবাইল নম্বরটিও সারেন্ডার করে দেওয়া হচ্ছে।

SIM Card

আরও পড়ুন: Alcohol: শরীর থেকে মদ বার হতে কতক্ষণ লাগে? ‘ইউরিন’ও’ব্রেথ টেস্ট’ করার টাইমিং জানেন?

তবে অনেক সময় দেখা যায় যে কিছু মাস পরে আপনি যে নম্বরটি ব্যবহার করছেন, সেটি অন্য কোন কোম্পানি অন্য কোন গ্রাহককে দিয়েছেন এবং আপনার কোন পূর্ব পরিচিত ব্যক্তি সেই ছেড়ে দেওয়া নম্বরটির কথা না জানলে সে পুরনো নম্বরে কল করলে নতুন গ্রাহকের কাছে কল চলে যাচ্ছে। আর এই সমস্যা থেকে যেকোনো সময় বিপদও ঘটতে পারে। এমনকি আর্থিক প্রতারণা সহ বড় কোনো জালিয়াতির সম্মুখীন হতে পারেন আপনি। তাই এই সমস্যার সমাধান করতে হলে আপনাকে পুরোপুরি সেই নম্বরটি ডিএক্টিভেট বা বন্ধ করে দিতে হবে।

কিভাবে নিজের নামে থাকা অব্যবহৃত সিম কার্ড বন্ধ করবেন সেটা জেনে নেওয়া যাক:

১) প্রথমে tafcop.sancharsaathi.gov.in-এই লিঙ্কে ক্লিক করতে হবে।

২) এরপর নিজস্ব বৈধ মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড বসিয়ে ক্লিক করতে হবে।

৩) এবার আপনার মোবাইলে একটি ওটিপি আসবে।

৪)  এই ওটিপিটি সঠিকভাবে স্ক্রিনের নির্দিষ্ট জায়গা দিয়ে লগইন অপশনে ক্লিক করুন।

৫) এরপর আপনার সামনে নতুন একটি পেজ আসবে। যেখানে লেখা থাকবে “Mobile number register in your name”.

৬) এরপর একটি তালিকা দেখতে পাবেন, যেখানে আপনার নামে যতগুলি মোবাইল নম্বর আছে সেগুলি পরপর দেখাবে।

৭) এখানে এক সময় আপনি যে নম্বর ব্যবহার করতেন কিন্তু এখন আর করেন না সেই মোবাইল নম্বর যদি এই তালিকায় থাকে তবে সেই নম্বরটির পাশে থাকা “not my number” অপশনে ক্লিক করতে হবে।

৮) এরপর আপনাকে report অপশনে ক্লিক করতে হবে।

৯) এরপরে আপনার সব প্রক্রিয়া শেষ হবে। এবার একটি পপ আপ ম্যাসেজ আসবে। পরবর্তীকালে আপনার অব্যবহৃত সেই সিম কার্ডটি বন্ধ হয়ে যাবে।