নিউজশর্ট ডেস্কঃ ৩রা জুলাই থেকেই বেড়ে গেছে মোবাইল ব্যবহারের খরচ (Mobile Recharge Price Hike)। আগের থেকে প্রায় ২৫% বেশ টাকা দিয়ে করতে হবে রিচার্জ। দাম বাড়ার আগে কিছুটা সময় ছিল ঠিকই, সেই সুযোগে অনেকেই আগাম কয়েক মাসের রিচার্জ সেরে ফেলেছেন। কিন্তু মনে রাখতে হবে বহু মানুষ এমন আছেন যারা হয়তো মাসে নূন্যতম রিচার্জ টুকুই করতেন। তাদের ক্ষেত্রে এই রিচার্জ প্ল্যানের দাম বেড়ে যাওয়াটা বেশ সমস্যার।
টেলিকম কোম্পানিগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় সরকারি সংস্থা TRAI দায়ী থাকে। তবে কি তারা এই দাম বাড়ানোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না? এই প্রশ্নই ঘুরছে অনেকের মনে। তাছাড়া নেটিজেনদের একটা বড় অংশের মতে, সরকারের উচিত রিচার্জের এমন দাম বৃদ্ধিতে হস্তক্ষেপ করার। যদিও এই সংক্রান্ত কোনও খবরই এপর্যন্ত মেলেনি।
সম্প্রতি TRAI এর এক আধিকারিক সংবাদ মাধ্যমের কাছে এই বিষয়ে মুখ খুলেছিলেন। তাঁর মতে, এখনই রিচার্জের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রের হস্তক্ষেপে প্রয়োজন রয়েছে বলে সরকারের তরফ থেকে মন হচ্ছে না। অন্যান্য দেশের তুলনায় ভারতে মোবাইল পরিষেবার খরচ অনেকটাই কম। তাই পরিষেবা যাতে আরও উন্নত হয় সেটাই মূল লক্ষ।
আরও পড়ুনঃ দাম বাড়লেও চিন্তা নেই! ফাঁস হল সস্তায় Airtel, Jio রিচার করার গোপন ট্রিকস, না জানলে আপনারই লস
তাছাড়া বর্তমানে টেলিকম সেক্টরে যে হারে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে তাতে আলাদা করে সরকারের হস্তক্ষেপ নিষ্প্রয়োজন। সরকার এলে হয়তো আদতে গ্রাহকরাই সমস্যায় পড়তে পারেন। এছাড়া এটাও মাথায় রাখতে হবে টেলিকম সংস্থাগুলি তিনমাস পর দাম বাড়িয়েছে।
প্রসঙ্গত, আগে বাজারে প্রচুর কোম্পানি ছিল, কিন্তু এখন Jio, Airtel ও Vi এই তিনটি কোম্পানিই আছে। আরেকটি সরকারি সংস্থা BSNL, তবে তাঁর গ্রাহক সংখ্যা কমছে পরিষেবার মান পরে যাওয়ার কারণে। তাই এই মুহূর্তে রিচার্জের দাম কমছে না ধরে নেওয়াই যেতে পারে।