Whatsapp

Whatsapp: আপনাকে কে স্টক করে রোজ! Whatsapp-র নতুন ফিচারে জানা যাবে এই লুকোচরিও!

নিউজশর্ট ডেস্কঃ কিছুদিন বাদে বাদেই হোয়াটসঅ্যাপে(Whatsapp) নতুন ফিচার সামনে আছে। গ্রাহকদের উন্নত পরিষেবা দেওয়ার পাশাপাশি সমস্ত তথ্য ও সুরক্ষিত রাখার জন্য হোয়াটসঅ্যাপের তরফ থেকে নতুন ফিচার আনা হচ্ছে। আর এবার কে অনলাইন হয়েছে? কারা জাস্ট অনলাইন হয়েছে? সেই সম্পর্কেও জানিয়ে দেবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার।

আর এবার এ নিয়ে কাজ করতে চলেছে সংস্থা। ইতিমধ্যে চ্যাট বক্সে রিয়েল টাইম ভিত্তিতে অনলাইন ট্যাব দেখা যায়। তবে এবার ব্যক্তিগত কোন চ্যাটে ক্লিক না করেই কে অনলাইন রয়েছে সেটাও জানতে পারা যাবে।

Whatsapp-এর নতুন ফিচার: 
Wabetainfo-এর সাম্প্রতিক রিপোর্টে এই নতুন ফিচার আসতে চলেছে বলে জানা গিয়েছে। এই মেসেজিং অ্যাপে একটি নতুন ট্যাব ‘Recently Online’ আসতে চলেছে। যেখানে ক্লিক করলে কারা কারা অন আছে সেটা জানা যাবে। তবে এই ট্যাবে সীমিত সংখ্যক ইউজারকেই দেখা যাবে বলে রিপোর্ট মারফত জানা গিয়েছে।

 

আরও পড়ুন: RBI: ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার আগে সতর্ক থাকুন, RBI-র নতুন নিয়ম না জানলে পড়বেন ঝামেলায়

অর্থাৎ এখানেও বেশ নির্দিষ্ট কিছু ফিল্টার যোগ হতে চলেছে যার ওপর ভিত্তি করে ইউজারদের কন্টাক্ট লিস্টে সীমিত কয়েকজনের অনলাইন হিস্ট্রি দেখা যাবে। তবে এর পাশাপাশি মেটা কর্তৃপক্ষ এটাও জানিয়ে দিয়েছে যে এই নতুন ফিচার্সের ফলে কারোর প্রাইভেসি নষ্ট হবে না। এর কারণ হলো এটিও অন এবং অফ করার সুবিধা পাবেন গ্রাহকেরা। অর্থাৎ যদি কেউ এই ফিচার্স অফ রাখেন তাহলে এই ফিচার কাজ করবে কিনা সেই নিয়ে প্রশ্ন আছে।

তবে এই হোয়াটসঅ্যাপের তরফ থেকে এখনই ফিচার সম্পর্কে খোলসা করে কিছু বলা হয়নি। তার কারণ এটি এখনো পরীক্ষাধীন রয়েছে। এই ফিচারসটি হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড ভার্সন ২.২৪.৯.১৪ ফিচারটিতে দেখা গিয়েছে। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড স্মার্টফোনে হোয়াটসঅ্যাপে এই নতুন ফিচারস চলে আসতে পারে।

WhatsApp

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি এআই ফিচারও নিয়ে এসেছে মেটা কর্তৃপক্ষ। এই ফিচারে whatsapp ইউজাররা কথা বলতে পারবেন। আগামী দিনে এই এআই ফিচার সংক্রান্ত আরো অনেক আপডেট নিয়ে আসতে চলেছে এই সংস্থা। তবে মনে রাখবেন এই নতুন সুবিধা পেতে গেলে অবশ্যই এই অ্যাপটি লেটেস্ট ভার্সন আপডেট করতে হবে। কারণ পুরোনো ভার্সনে এই নতুন ফিচারস আসবে না।

Papiya Paul

X