WhatsApp

WhatsApp: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সময় বাঁচবে আরও! যোগ হচ্ছে আরও এক নতুন ফিচার্স

নিউজ শর্ট ডেস্ক: ব্যবহারকারীদের মধ্যে ধীরে ধীরে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন চ্যাটিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp)। অফিসের জরুরী কাজে হোক  কিংবা স্কুল-কলেজের পড়াশোনার কাজে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই বহু  গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান এখন অনেক বেশি সুবিধা জনক হয়ে উঠেছে।

তাছাড়া সময়ের সাথে সাথে এখনকারদিনে গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখেই হোয়াটসঅ্যাপে এসেছে একাধিক নতুন ফিচার্স। এবার তেমনই হোয়াটসঅ্যাপের ফটোগ্যালারী সংক্রান্ত একটি নতুন ফিচার (New Feature) যোগ করতে চলেছেন নির্মাতারা।

যার আগামী দিনে আরও সহজ হয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একাধিক ছবির আদানপ্রদান। এখন হোয়াটসঅ্যাপে কাওকে  ছবি পাঠাতে হলে প্রথমে  চ্যাট বক্সে যে অ্যাটাচমেন্ট অপশনটি থাকে, সেখান থেকে ফটো গ্যালারি (Photo Gallery) সিলেক্ট করলে তবেই স্ক্রিনে গ্যালারির সমস্ত ছবি ভেসে ওঠে।

হোয়াটসঅ্যাপ,WhatsApp,ফটো গ্যালারি,Photo Gallery,নতুন ফিচার,New Feature,প্রযুক্তি,Technology,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

 

কিন্তু এবার হোয়াটসঅ্যাপে যে নতুন ফিচার্স আসছে তাতে আর ফটো গ্যালারি সিলেক্ট করার দরকার হবে না। কারণ এবার থেকে শুধুমাত্র এই অ্যাটাচমেন্ট অপশনে একটু বেশি সময় নিয়ে ট্যাপ করে হোল্ড করলেই সোজা খুলে যাবে ফোনের ফটো গ্যালারি।এর ফলে আগামী দিনে নিঃসন্দেহে হোয়াটসঅ্যাপ ব্যাহারকারীদের খানিকটা হলেও সময় বাঁচবে এবং কাজও কমবে।

আরও পড়ুন: পাল্টে যাচ্ছে কলকাতা মেট্রো! শুরু হল নতুন ভূগর্ভস্থ মেট্রো তৈরীর কাজ, কি কি থাকছে?

WhatsApp

জানা যাচ্ছে, ইতিমধ্যেই বেশ কিছু ব্যাহারকারীর স্মার্টফোনে এই ফিচারটি বেটা ভার্সনে চালু করা হয়েছে। যদিও হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কিছুই জানানো হয়নি। তবে আগামী দিনে অ্যান্ড্রয়েড এবং আইওএস ইউজাররা এই ফিচার ব্যবহার করতে পারেন।

Avatar

anita

X