when dharmendra kissed mahanayika suchitra sen

Papiya Paul

‘মহানায়িকা’র পিঠে আদুরে চুমু! সুচিত্রা সেনকে আজও মনে রেখেছেন বলিউডের ‘ধর্মেন্দ্র’

নিউজশর্ট ডেস্কঃ Dharmendra Remembers Suchitra Sen : টলিউডের(Tollywood) মহানায়িকা হলেন সুচিত্রা সেন(Suchitra Sen)। বাংলা সিনে ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় এবং সুন্দরী অভিনেত্রী তিনি। তার অভিনয় দক্ষতা এবং সৌন্দর্যের জাদুতে মুগ্ধ ভক্তরা। অভিনেত্রীর মৃত্যুর এত বছর পরেও তাকে ভুলতে পারেননি কেউই। শুধু ভক্তেরা নয়, তাকে আজও মনে রেখেছেন বলিউডের(Bollywood) জনপ্রিয় অভিনেতা ধর্মেন্দ্র(Dharmendra)। তার মনের মনিকোঠায় আজ ও রয়ে গিয়েছেন ‘মিসেস সেন’।

   

সম্প্রতি ‘রকি আউর রানী কি প্রেম কাহিনী’তে শাবানা আজমির ঠোঁটে ঠোঁট রেখে চর্চা কেন্দ্রে আছেন ধর্মেন্দ্র। তবে এটাই প্রথম না, চুম্বনের দৃশ্যের জন্য এর আগেও সংবাদের শিরোনাম উঠে এসেছিলেন তিনি। ১৯৬৬ সালে মহানায়িকা সুচিত্রা সেনের খোলা পিঠে চুমু একে দিয়েছিলেন ধর্মেন্দ্র। এই ছবি প্রকাশ্যে আসার পর কম জলঘোলা হয়নি। তারা ‘মমতা’ সিনেমায় দুজনে একসঙ্গে কাজ করেছিলেন। এই ছবির পরিচালনা করেছিলেন অসিত সেন।

এখানে দ্বৈত চরিত্রে দেখা গিয়েছিল সুচিত্রা সেনকে। এই ছবিতে সুপর্ণা নামের চরিত্রটির নায়ক ছিলেন ধর্মেন্দ্র। এই ছবির শুটিং করা গেলেও দুজনের মধ্যেই দারুন বন্ধুত্ব হয়ে যায়। প্রায়ই মহানায়িকার সঙ্গে কাটানো মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ার শেয়ার করে থাকেন অভিনেতা। কিছুদিন আগেই অভিনেত্রীর সঙ্গে তোলা একটি ছবি তিনি সোশ্যাল মিডিয়া শেয়ার করেছিলেন।

বহুদিন আগে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় ধর্মেন্দ্র বলেছিলেন, ‘আমি অতীতে নন্দা, নূতনের মতো কালজয়ী অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছি। তবে সুচিত্রা সেন ছিলেন একেবারে ভিন্ন। ক্লাসি ছিলেন তিনি। যেমন সুন্দরী, তেমন গাম্ভীর্য ছিল তাঁর। আর তেমনই প্রতিভাবান ছিলেন তিনি’।