Virat Kohli

কিশোর কুমারের বাংলো কেনেন বিরাট, জানেন কত টাকায় বিক্রি হয়েছিল কিংবদন্তীর প্রিয় প্রাসাদ?

একদিকে ভারতের বিধ্বংসী ক্রিকেটার বিরাট কোহলি, (Virat Kohli) অন্যদিকে ভারতীয় সঙ্গীত জগতে কিংবদন্তিদের একজন নিঃসন্দেহে কিশোর কুমার (Kishore Kumar)। আর এবার এই দুই তারকার নাম চলে এল একসাথে। কিছুদিন আগেই প্রয়াত সঙ্গীত শিল্পী কিশোর কুমারের জুহুর বাংলো ভাড়া নিয়েছিলেন বিরাট। এবং এখন তা নতুন রেস্তোরাঁয় (Luxury Restaurant) পরিণত করেছেন তিনি।

বিরাট কোহলির এই নতুন রেস্তোরাঁর নাম হল One8Commune। প্রসঙ্গত, প্রয়াত গায়ক ও অভিনেতা কিশোর কুমারের গৌরী গুঞ্জ বাংলো গত বছর বিরাট কোহলি ১৯ কোটি টাকায় কিনেছিলেন। যেটিকে তিনি এখন উত্তর ভারতীয় এবং ভূমধ্যসাগরীয় খাবারের একটি বিলাসবহুল রেস্তোরাঁয় পরিণত করেছেন৷

সম্প্রতি একটি ইউটিউব ভিডিওতে মণীশ পলের সঙ্গে সাক্ষাৎকারে বসেছিলেন বিরাট কোহলি। যেখানে তিনি তার রেস্টুরেন্ট One8Commune-কে নিয়ে কথা বলছিলেন। এই সাক্ষাৎকার পর্বে রেস্টুরেন্ট সম্পর্কে বিরাট নিজের মনে কথা বলছেন। এখানে বলে রাখি, এই রেস্তোরাঁ চেইন হিসেবে পরিচিত। মুম্বই সহ দিল্লি, কলকাতাও পুনেতে রয়েছে এই রেস্তোরাঁর আউটলেট।

এক সাক্ষাৎকারে কিশোর কুমার সম্পর্কে বিরাট কোহলি বলেন, “ওনার গান আমার হৃদয় ছুঁয়ে যায়। এক ব্যক্তি আমায় জিজ্ঞেস করেছিলেন আমি কার সঙ্গে দেখা করতে চাই, আমি সেই সময়ে কিশোর দার নাম নিতে চাইতাম কারণ উনি একজন অসামান্য ব্যক্তিত্ব।” এরপর গায়কের ‘মেরে মেহবুব ক্যায়ামত হোগি’ গানটিও গেয়েছিলেন বিরাট।

https://www.instagram.com/reel/CjU0G_yAPsK/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA== 

বিজনেস টুডের রিপোর্ট অনুসারে, One8Commune-র শেফ পবন বিষ্ট বলেন, “ওয়ান8কমিউনের গন্তব্য এমন একজন ব্যক্তির সম্পত্তিতে বসে আছে যে বিশ্ব সংস্কৃতি এবং শিল্পকে প্রশংসিত করেছিল। শ্রদ্ধা হিসাবে, আমাদের রান্নাঘরের দরজার আড়ালে থেকে বিশ্বের রান্নার প্রস্তাব দেওয়াই উপযুক্ত।”

Avatar

Moumita

X