Vi

Papiya Paul

Vi: আর অপেক্ষা নয়, ঝড়ের গতিতে চলবে ইন্টারনেট, এইদিন থেকে চালু হবে Vi-র ৫ জি পরিষেবা!

নিউজশর্ট ডেস্কঃ ভোডাফোন আইডিয়া(Vodafone-Idea) গ্রাহকদের নিত্যনতুন রিচার্জ প্ল্যান অফার করলেও দীর্ঘদিন ধরে দুর্বল নেটওয়ার্কের জন্য সমস্যায় পড়ছেন গ্রাহকেরা। তবে এবার গ্রাহকদের জন্য রয়েছে একটি সুখবর। জানা গিয়েছে, আগামী ৬ থেকে ৭ মাসের মধ্যে ভোডাফোন আইডিয়া ৫জি পরিষেবা(5G Service) চালু করতে পারে।

   

ইকোনোমিক্স টাইমসের রিপোর্ট অনুযায়ী, টেলিকম কোম্পানি ভোডাফোন আইডিয়া ২০২৫ সালের আর্থিক বছরে সম্পূর্ণভাবে ৫জি নেটওয়ার্কে স্থানান্তরিত হতে পারে। যদি এয়ারটেল এবং জিওর সঙ্গে তুলনা করা হয়। সেক্ষেত্রে এই দুই কোম্পানি একবছর আগেই ৫জি পরিষেবা চালু করেছিল।

ভিআই-এর এত দেরি হওয়ার পিছনের অন্যতম বড় কারণ হল- দীর্ঘদিন ধরে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে এই সংস্থা। তাই নেটওয়ার্ক পরিষেবাও দুর্বল হয়ে গিয়েছে এবং ৫জি পরিষেবা চালু করত অনেক সময় লাগছে। এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার নানা রকম চেষ্টা করছে এই সংস্থা। এই পরিস্থিতিতে ভোডাফোন আইডিয়াকে সাহায্য করছে সরকার এমনটাও জানা গিয়েছে।

আরও পড়ুন: Vi: পয়সা উসুল প্ল্যান লঞ্চ VI-র, মিলবে অতিরিক্ত ৫০ জিবি ডেটা, সঙ্গে ক্যাশব্যাক, কপাল পুড়লো Jio-র

এই সংস্থার আয় এবং লাভ দুটোই কমে গিয়েছে। তবে লোকসানের পরিমাণও অনেকটাই কমেছে।  রিপোর্ট মারফত জানা গিয়েছে, ভিআই-এর ত্রৈমাসিক ভিত্তিতে ক্ষতি ৮৭৩৭.৯ কোটি টাকা থেকে কমে ৬৯৮৫.৯ কোটি টাকা হয়েছে। যাইহোক, অন্যদিকে, আয় কমেছে, যা ১০৭১৬.৩ কোটি টাকা থেকে ১০৬৭৩ কোটি টাকায় নেমে এসেছে। এর পাশাপাশি গত কয়েক মাসে Vi ব্যবহারকারীর সংখ্যাও অনেক কমেছে।