where is now tollywood popular actor lokesh ghosh now

সুন্দরী নায়িকাকে বিয়ে করেও টেকেনি সংসার, সম্পত্তি খুইয়ে নিঃস্ব, কোথায় হারিয়ে গেলেন লোকেশ?

নিউজশর্ট ডেস্কঃ নব্বইয়ের দশকে টলিউডের(Tollywood) নামকরা অভিনেতা ছিলেন লোকেশ ঘোষ(Lokesh Ghosh)। যদিও এখন তাঁকে খুঁজেও পাওয়া যায় না। বহুদিন ধরে তিনি ইন্ড্রাস্ট্রি থেকে হারিয়ে গিয়েছেন। আসলে সময়ের সাথে সাথে সবকিছুই বদলে যায়। আর সেই সময় নিজেকে বদলাতে না পারলে যুগের সাথে টিকে থাকা অসম্ভব। যদিও অভিনেতা হিসাবে হারিয়ে গেলেও প্রযোজক হিসাবে আবার ফিরে এসেছিলেন লোকেশ ঘোষ।

১৯৯৫ সালে অঞ্জন চৌধুরীর হাত ধরেই ‘নাচ নাগিনী নাচ’ সিনেমা দিয়েই অভিনয় জগতে পা রাখেন তিনি। একের পর এক সুপারহিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছিলেন। বেশ কিছু সিনেমাতে লিড চরিত্রেও অভিনয় করেন তিনি। এরপর ২০০৯ সাল পর্যন্ত টানা অভিনয় করলেও ধীরে ধীরে কাজ কমতে থাকে। কারণ তখন ইন্ড্রাস্ট্রি মানেই শুধু ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওরফে বুম্বা দা।

লোকেশ বেশ কিছু সিনেমাতে সেকেন্ড লিড হিসাবেও কাজ করেছেন। সেইসময় প্রসেনজিতের সাথে অনেকগুলি ছবিতে তিনি ভাই, কখনও বা বন্ধু, এমনকি ভিলেনের চরিত্রেও অভিনয় করেন। এগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় সিনেমা ছিল ‘দাদার আদেশ’। ধীরে ধীরে সেই সুযোগ বন্ধ হতে থাকলে তাঁকে আর অভিনেতা হিসাবে খুঁজে পাওয়া যায় না। এরপর তিনি কামব্যাক করেন প্রযোজক হিসাবে।

এখন তার একটি প্রযোজনা সংস্থাও আছে। এখন সিনেমার ধরন বদলেছে, তাই কন্টেন্টের চাহিদা বদলেছে। এই বদলের কথা মাথায় রেখে, দর্শকদের চাহিদা বুঝে নিত্যনতুন ভাবে সিনেমা প্রেজেন্ট করছেন পরিচালকরা। লোকেশ টলিউডের স্বজনপোষণ সম্পর্কে বলেছেন, ‘আমি কখনও বুম্বাদাকে স্বজনপোষণ করতে দেখেনি। বরং আমি যদি নিজে বুম্বাদার জায়গায় থাকতাম কনট্রাক্ট করিয়ে অভিনেতা অভিনেত্রী বাছতাম, যদিও বুম্বাদাকে তেমন কিছু করতে কখনই দেখিনি।’

তবে কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও এখন একেবারে নিঃস্ব অভিনেতা। ২০০৪ সালে লোকেশের বাবা মারা যান। আর বাবার মৃত্যুর পর তার দিদি সব সম্পত্তি হাতিয়ে নেয়। কিছুর ভাগ পান না তিনি। চুমকি চৌধুরীর সঙ্গে টেকেনি বৈবাহিক সম্পর্ক। লোকেশের মদ্যপানের অভ্যাসের কারণেই নাকি চুমকি তাকে ছেড়ে দেন। তাদের একটি মেয়েও রয়েছে। চুমকি পরে বিয়ে করলেও লোকেশের জীবনে আর কেউ আসেনি।

Avatar

Papiya Paul

X