পার্থ মান্নাঃ খাওয়া দাওয়ার দিক থেকে সকলেই কমবেশি খুঁতখুঁতে। কেউ নিরামিষ খান তো কেউ আমিষ। আবার কারোর পছন্দ কম তেল ঝাল মশলা তো কেউ ভালোবাসেন একটু রিচ খাবার। তবে খাবার যাই খান না কেন যদি সেটা হজম না হয় তাহলেই সমস্যা। আর ভারতীয়রা যেমন খাদ্যপ্রেমী তেমনি হজম বা পেটের সমস্যাতেও ভুগতে থাকেন।
কোন প্রাণী লোহা খেয়েও হজম করতে পারে?
আসলে সকলের হজমের ক্ষমতা এক রকম হয় না। কেউ কেউ মশলাদার খাবার খেয়েও হজম করতে পারেন তো কেউ আবার একদমই ঝাল বা মশলা দেওয়া খাবার খেতে পারেন না। তবে জানলে অবাক হবেন আমাদের আশেপাশেই এমন এক প্রাণী রয়েছে যে কি না লোহা খেয়েও হজম করে ফেলতে পারে। হ্যাঁ ঠিকই দেখছেন আস্ত লোহার টুকরো খেয়েও দিব্যি হজম করে ফেলতে পারে এই প্রণীটি। জানেন প্রাণীটির নাম?
পৃথিবী সত্যিই বড় বিচিত্র, চারিদিকে এমন অনেক কিছুই রয়েছে যেগুলো আমাদের ভাবনাকে বিচলিত করে দিতে পারে। কারণ আমরা সাধাৰণতে যা বিশ্বাস করি বা দেখে থাকি তার বাইরেও অনেক কিছুই ঘটে। এমনই একটি অদ্ভুত ফ্যাক্ট হল এই যে এমন প্রাণীও রয়েছে যে লোহাকেও হজম করে নিতে পারে। আসলে এই ধরণের প্রশ্ন সরকারি চাকরির পরীক্ষায় বা কুইজে করা হয়ে থাকে। খুব কম সংখ্যক লোকেরাই এই প্রশ্নের উত্তর দিতে সক্ষম হন।
খুব কম জনই বলতে পারে প্রাণীটির নাম
ভাবছেন কোন প্রাণীর আছে এমন অদ্ভুত ক্ষমতা? তাহলে জেনে রাখুন কুমির হল সেই প্রাণী যে লোহা হজম করে ফেলার ক্ষমতা রাখে। অবশ্য এটা খুব একটা অবাক করে দেওয়ার মত কথা নয়। কারণ যারা ডিসকভারি চ্যানেল দেখেন তারা জানেন লোহাকেও চিবিয়ে ফেলার মত ক্ষমতা রয়েছে কুমিরের দাঁতে। অনেক সময় শিকার করার সময় লোহার টুকরো কুমিরের পেটেও চলে যায়। তবে তাতে কোনো অসুবিধাই হয় না কুমিরের। বরং আর পাঁচটা খাবারের মত দিব্যি সেটাও হজম করে ফেলে সে।
আরও পড়ুনঃ পড়ুয়াদের জন্য সুখবর! সায়েন্স নিয়ে পড়লে মিলবে স্পেশাল স্টেম স্কলারশিপ, দেখে নাও আবেদনের পদ্ধতি
কিভাবে সম্ভব লোহা হজম করা?
এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে কিভাবে লোহা হজম করে কুমির? এর উত্তর রয়েছে কুমিরের পেটে। আমরা সকলেই জানি আমাদের পেটে খাবার হজম করানোর জন্য অ্যাসিড থাকে। যেটা খুবই শক্তিশালী। তবে এর থেকেও ১০ গুণ বেশি পাওয়ারফুল গ্যাস্টিক অ্যাসিড থাকে কুমিরের পেটে। সেই কারণেই কুমির লোহাকেও হজম করে ফেলতে পারে।