Which City name stays the same after writing up side down viral GK Quiz

উল্টে দিলেও সোজাই থাকে নাম! ভারতের এমন শহর কোনটি? বলতে পারলেই আপনি মশাই জিনিয়াস

নিউজশর্ট ডেস্কঃ ছোট থেকে বড় হওয়ার পথে প্রথাগত শিক্ষার বাইরেও প্রতিদিন কত কিছুই জানার ও শেখার থাকে। সেই জন্যই বলা হয়, জানার কোনো শেষ নেই। আসলে আমাদের চারিদিকেই এমন কিছু কান্ড কারখানা ঘটে যা শুনলে অবাক হয়ে যেতে হয়। বিশেষ করে আজকাল সোশ্যাল মিডিয়াতে এমন কিছু ধাঁধা ঘুরে বেড়ায় জেতার উত্তর খুঁজতে গিয়ে মাথার চুল ছিঁড়তে হয় অনেককেই।

এই যেমন ধরুন ‘কোন শহরের নাম উল্টো লিখলেও সোজাই থাকে?’ কি অবাক হলেন নিশ্চই? আসলে কিছু প্রশ্ন ইচ্ছা করেই বেশ কনফিউজ করে দেওয়ার মত করে তৈরি করা হয়। এতে করে কারোর বুদ্ধির পরখ করে নেওয়া যায়। তেমনই একটি প্রশ্ন এটি। এর উত্তর পেতে হলে ঠান্ডা মাথায় একটি ভালো করে ভাবলেই হবে।

প্রশ্ন অনুযায়ী কোনো একটা শহরের নাম বলতে হবে যেটা উল্টো করে লিখলে বা পড়লেও একই থেকে যায়। এই ধরনের প্রশ্ন জেনারেল নলেজের মধ্যেই পড়ে। যারা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের এমন ধরণের প্রশ্ন সমাধান করতে হয়। যদি এই প্রশ্নের উত্তর আপনি ঝটপট দিয়ে দিতে পারেন তাহলে বুঝতে হবে বাকিদের তুলনায় আপনার বুদ্ধিমত্তা বা আইকিউ বেশি।

আরও পড়ুনঃ কাজু-বাদামের থেকেও বেশি উপকারী! এই ফল খেয়েই বাঘের মত শক্তিশালী হতেন মহারাজারা

কি খুঁজে পেলেন উত্তর? না পেলে অবশ্য অসুবিধা নেই। আমরা আপনার প্রশ্নের উত্তর দিয়েই দেব। উত্তরটা হল কটক। এই শহরের নাম আপনি সোজা ভাবে লিখুবন বা উল্টো করে একটাই উচ্চারণ পাবেন। কারণ সামনে ও পিছনে ‘ক’ রয়েছে আর মাঝে রয়েছে ‘ট’, তাই অক্ষর ওলটপালট করলেও দুই দিক একই থেকে যাবে।

প্রসঙ্গত, এই ধরণের আরও একাধিক ধাঁধা জাতীয় প্রশ্ন রয়েছে যেগুলো কুইজ প্রতিযোগিতা কিংবা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ হিসাবে কাজে লাগে। আর এবার যখন আপনি উত্তরটা জেনে গেলেই তখন আপনার বন্ধু বা পরিচিতদেরকে জিজ্ঞাসা করে দেখুন তাঁরা কতক্ষণে সঠিক উত্তরটি বলতে পারে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X