নিউজশর্ট ডেস্ক: পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে ভারতীয় রেলের গুরুত্ব সবসময় বেশি। তাই ভারতীয় রেলওয়েকে(Indian Railways) লাইফ লাইন হিসেবেও ডাকা হয়। কম খরচে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য এই রেলের মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভারতীয় রেলওয়ে সম্পর্কে জানার আগ্রহ বহু মানুষের রয়েছে। আজকে ভারতের বৃহত্তম রেলওয়ে স্টেশন সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করবো।
আমরা সকলেই জানি যে ভারতের দীর্ঘতম রেলওয়ে স্টেশন গোরখপুর। আর ভারতের বৃহত্তম রেলওয়ে স্টেশন কোনটি সেটা আপনি জানেন? এটি হলো হাওড়া স্টেশন(Howrah Station)। যেটি পশ্চিমবঙ্গে অবস্থিত। এখানে একটি, দুটি বা তিনটি নয় ২৩ টি প্লাটফর্ম এবং ২৬ টি রেল লাইন রয়েছে। এই স্টেশনটি ভারতের বৃহত্তম স্টেশন হওয়ার পাশাপাশি ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশনের মর্যাদাও পেয়েছে। হুগলি নদীর পশ্চিম তীরে এই রেল স্টেশনটি অবস্থিত। এখানে প্রত্যেক দিন প্রায় ৬০০ টি ট্রেন চলাচল করে, আর প্রত্যেকদিন প্রায় দশ লাখ মানুষ যাতায়াত করে থাকে।
আপনি যদি প্রথমবার রেল স্টেশনে যান তাহলে মনে হবে পুরো শহরটা যেন স্টেশনের মধ্যেই রয়েছে। এই হাওড়া স্টেশন ভারতের বৃহত্তম এবং প্রাচীনতম রেল স্টেশনগুলোর মধ্যে একটি। ১৮৫৪ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই স্টেশনটি তৈরি করেছিল এবং ব্রিটিশ আমলের এই রেলস্টেশনটি আজও একই ভাবে দাঁড়িয়ে রয়েছে। হাওয়ার শহরের নামানুসারে এই স্টেশনের নামকরণ করা হয়। এটি ভারতের একমাত্র রেলস্টেশন যার সঙ্গে বাংলাদেশের সরাসরি রেল যোগাযোগ রয়েছে।
আরও পড়ুন: মোদীকে পাল্টা চাল মমতার! ফ্রিতে দেওয়া হবে এই বিশেষ ‘উপহার’, কারা পাবেন সুবিধা?
এই টি যেহেতু ব্রিটিশ আমলের সঙ্গে জড়িত তাই এখানে বিপ্লবীদের অনেক ঘটনা রয়েছে। স্বাধীনতা আন্দোলনের সময় এখানে বিপ্লবীদের সভা সমাবেশ ও যাবতীয় পরিকল্পনা প্রস্তুত করা হয়। কাঁকড়ি ঘটনার আগে হাওড়া ষ্টেশন থেকেই গ্রেফতার হন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী যোগেশচন্দ্র চট্টোপাধ্যায়। এই হাওড়া স্টেশন বাইরে থেকে যেমন দেখতে সুন্দর ঠিক তেমনি ভিতরেও এই স্টেশনটি বিদেশের স্টেশনের থেকে কম কিছু না।
এই স্টেশনে একই সময় অনেকগুলো ট্রেন পার্ক করা যেতে পারে ভারতের অন্য কোন রেল স্টেশনের এই ক্ষমতা নেই। এই রেল স্টেশনের সঙ্গে কলকাতা বিমানবন্দরের দূরত্ব খুব একটা বেশি নয়। এখান থেকে বিমানবন্দরের মাধ্যমে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো যায়। এর পাশাপাশি হাওড়া স্টেশন সংলগ্ন এলাকাতে বাসের সঙ্গেও জড়িত। হাওড়া থেকে খুব সহজেই খড়গপুর, দুর্গাপুর কিংবা জামশেদপুরে বাসে করে যাওয়া যায়।