Happiest State

Papiya Paul

Happiest State: ভারতের সবথেকে সুখী রাজ্য কোনটি? দিল্লি-মুম্বাই কোনোটাই নয়, নাম শুনলে চমকে যাবেন

নিউজশর্ট ডেস্কঃ একজন মানুষ কতটা সুখী তা নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপরে। এক্ষেত্রে আর্থিক স্বচ্ছলতা, পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সম্পর্ক কেমন, চাকরি নিশ্চয়তা, ইত্যাদি বিষয়ের ওপর নির্ভর করে আপনি কতটা সুখী আছেন সেটি। রিপোর্ট অনুযায়ী, ভারতেও এমন সুখী রাজ্য(Happiest State) রয়েছে।

   

এবার প্রশ্ন হল ভারতের সবচেয়ে সুখী রাজ্য কোনটি? এই সুখী রাজ্য দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট, কেরল, কর্ণাটক কিংবা আমাদের পশ্চিমবঙ্গ নয়। তাহলে কোন রাজ্যের মানুষ সবথেকে বেশি সুখী রয়েছেন? সম্প্রতি একটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে ভারতবর্ষের সবচেয়ে সুখী রাজ্য হল উত্তর-পূর্বের মিজোরাম।

আর এই রাজ্য সুখী হওয়ার পেছনে কারণগুলো হল – মিজোরাম হল ভারতের দ্বিতীয় এমন রাজ্য যেখানে ১০০% মানুষই স্বাক্ষর। সম্প্রতি গুরুগ্রামের ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন-এর শিক্ষক রাজেশ কে পিলানিয়ার তরফ থেকে একটি সমীক্ষা চালানো হয়েছিল।  সেই সমীক্ষার রিপোর্টে বলা হয়েছিল যে মিজোরামের হ্যাপিনেস ইনডেক্স মোট ছয়টি বিষয়ে পর্যালোচনা করে নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: Richest City: ভারতের সবথেকে ধনী ব্যক্তিরা কোথায় থাকেন? কলকাতার জায়গা কত নম্বরে? উত্তর চমকে দেবে

পারিবারিক সম্পর্ক, সামাজিক সুখসাচ্ছন্দ, সমাজসেবা, ধর্ম, কর্মক্ষেত্রে আনন্দ, মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য। মিজোরামের সামাজিক পরিকাঠাময় সেখানকার বাচ্চাদের আনন্দ দেয়। এছাড়া সেখানে কোন জাতিভেদ প্রথা নেই, লিঙ্গ নির্বিশেষে এখানে সব বাচ্চাদের সমান অধিকার ও শিক্ষা গ্রহণ করতে পারে।  খুব ছোট বয়স থেকেই ছেলে কিংবা মেয়ে নিজে উপার্জন শুরু করে দিতে পারে।

রিপোর্টে এটাও জানা গিয়েছে মিজোরামের মানুষ কোন কাজকে ছোট হিসেবে দেখেনা। এখানে মাত্র ১৬ থেকে ১৭ বছর বয়সের মধ্যেই বাচ্চারা নিজের জন্য কাজ খুঁজে নিয়ে রোজগার করতে পারে। তবে এখানে ডিভোর্সের সংখ্যা বেশি। কিন্তু যেহেতু ছেলে এবং মেয়ে উভয়কেই স্বাবলম্বী হতে শেখানো হয়। তাই দুজনেই আর্থিকভাবে স্বাধীন। কেউ কারোর ওপর বোঝা হয়ে থাকে না। এই কারণে অস্বাস্থ্যকর কোন সম্পর্ক থেকে খুব সহজেই বেরিয়ে এসে সুখে-শান্তিতে থাকতে পারে মিজোরামের মানুষজন।