Richest City

Richest City: ভারতের সবথেকে ধনী ব্যক্তিরা কোথায় থাকেন? কলকাতার জায়গা কত নম্বরে? উত্তর চমকে দেবে

নিউজশর্ট ডেস্ক: গোটা ভারতবর্ষ জুড়ে বহু ধনকুবের রয়েছেন। যে তালিকায় প্রথম দিকেই রয়েছে, মুকেশ আম্বানি, গৌতম আদানি, রতন টাটা থেকে শুরু করে বলিউডের একঝাঁক সেলিব্রেটি। ২০১৪ সালের একটি সমীক্ষায় জানা গিয়েছিল গোটা দুনিয়ার ধনকুবেরদের তালিকায় ভারত আট নম্বরে জায়গা করে নিয়েছিল।

তবে এই সমীক্ষা অনুযায়ী, ধনকুবের তাদেরকেই বলা হয়েছিল যাদের সম্পদের পরিমাণ অন্তত দশ মিলিয়ন, মানে প্রায় এক কোটি ডলার। ভারতে এমন ধনী ব্যক্তি বা অতি ধনী ব্যক্তির সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্র চীন জার্মানি বা ব্রিটেনের তুলনায় অনেক কম রয়েছে। যদিও কানাডা অস্ট্রেলিয়া রাশিয়া এবং ফ্রান্সের থেকে ভারতে ধনী ব্যক্তির সংখ্যা অনেক বেশি।

তবে এবার প্রশ্ন হল ভারতে এই ধনী মানুষের সংখ্যা কত? আর এই ধনী ব্যক্তিরা কোথায় থাকেন? আজকের এই প্রতিবেদনে ভারতের কোন রাজ্য বা শহরগুলিতে ধনী ব্যক্তিদের(Richest City) আস্তানা রয়েছে সে সম্পর্কে আপনাদেরকে জানাবো।

আরও পড়ুন: এক পা ভুল দিলেই বিপদের সম্ভাবনা, কলকাতা থেকে কিছু দূরেই আছে এই ব্যাপক লোকেশন

মুম্বাই: দেশের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় শুরুতেই নাম রয়েছে মুকেশ আম্বানির। যিনি তার পরিবারসহ মুম্বাইতে বসবাস করে থাকেন। ২০১৯ সালের রিপোর্ট বলছে এই মুম্বাই শহরে অন্তত ৩২৮ জন ধনকুবের রয়েছেন। যাদের মোট সম্পত্তির পরিমাণ ১০০০ কোটি বা তার বেশি। এই সংখ্যা যদিও এত বছর অর্থাৎ ২০২৪ সালের মধ্যে আরও বেড়ে গিয়েছে।

নয়া দিল্লি: এক্ষেত্রে ধনী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয়তেই নাম রয়েছে রাজধানী শহর দিল্লির। প্রায় ২০০ জনের কাছাকাছি ধনুকুবের এই শহরে বসবাস করেন। এইচসিএল তথ্যপ্রযুক্তি সংস্থার কর্ণধার শিব নাদার এই দিল্লিতে থাকেন। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২ লক্ষ ২৮ হাজার কোটি টাকা।

বেঙ্গালুরু: এই শহরে ধনী ব্যক্তিদের ছড়াছড়ি। এখানে আরএমজেড কোরের গ্রুপ চেয়ারম্যান অর্জন মেন্দার এখানেই থাকেন। তার সম্পত্তির পরিমাণ ৩৭ হাজার কোটি টাকা।

হায়দরাবাদ: এখানে প্রায় ৮৭ জন ধনী ব্যক্তি রয়েছেন যাদের সম্পত্তির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা।

চেন্নাই: এখানে ধনী ব্যক্তিদের সংখ্যা প্রায় ৬৭ জন।
আহমেদাবাদ: এখানে ৫৪ জন ধনী ব্যক্তিদের পাওয়া গিয়েছে। যাদের মোট সম্পত্তির পরিমাণ ১০০০ কোটির বেশি।

কলকাতা: গোটা ভারতের মধ্যে ধনী ব্যক্তিদের তালিকায় কলকাতার স্থান হলো ৭ নম্বরে। এখানে প্রায় ৫১ টি ধনী পরিবার আছে। যাদের সম্পত্তির পরিবার কয়েক হাজার কোটি টাকা।

Papiya Paul

X