নিউজ শর্ট ডেস্ক: ভারতীয় সঙ্গীত জগতের (Indian Music Industry) একজন উজ্জ্বল নক্ষত্র হলেন বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri)। বাঙালি গায়কের সুরের জাদুতে আজও মোহিত গোটা সংগীত দুনিয়া। ২০২২ সালে তাঁর অকাল প্রয়াণে চমকে গিয়েছিল গোটা বিশ্ব। দু’বছর আগে ২০২২ সালে স্লিপ অ্যাপনিয়ায় মৃত্যু হয়েছিল ‘ডিস্কো কিং’ বাপ্পিদা’র। তবে এই কিংবদন্তি গায়ক আজও তাঁর লক্ষ লক্ষ ভক্তদের মনে জীবিত রয়েছেন তাঁর গানের মধ্যে দিয়ে।
ভক্তদের কাছে বাপ্পি লাহিড়ী মানেই চোখে চশমা, আর গা ভর্তি সোনার গয়না (Gold Jwellery)। তাঁর গলায় লক্ষ লক্ষ টাকার মোটা সোনার চেন দু,হাত ভর্তি মোটা মোটা সোনার আংটি আর ব্রেসলেট। সবমিলিয়ে জীবদ্দশায় সারাক্ষণ নিজেকে সোনার মুড়ে রাখতেন বাপ্পি লাহিড়ী। কিন্তু প্রশ্ন হল সেই সোনার গয়না এখন কোথায় রয়েছে? লক্ষ টাকা লক্ষ টাকার সেই অলংকারের মালিক এখন কে?
এই নিয়ে কৌতূহল কিছু কম নেই আমজনতার মধ্যে। এ প্রসঙ্গে দেশের প্রথম সারির একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে জানা যাচ্ছে ২০১৪ সালেই নাকি এক এফিডেবিট করে গিয়েছিলেন এই বর্ষীয়ান সঙ্গীতশিল্পী। সেখানে তিনি উল্লেখ করেছিলেন তাঁর কাছে রয়েছে মোট ৭৫৪ গ্রাম সোনা রয়েছে। তখনকার সময়ে যার বাজার মূল্য ছিল ভারতীয় মুদ্রায় ৩৮ লক্ষ ৭১ হাজার ৭৯০ টাকা।
সেখানে সেই সাথে তিনি উল্লেখ করে গিয়েছিলেন তাঁর মৃত্যুর পর তাঁর সমস্ত অলংকারের দায়িত্ব পাবেন তাঁর ছেলে বাপ্পা এবং মেয়ে রিমা। বাবার কথা অমান্য করেননি দুই সন্তান। জানা যায় বাপ্পি লাহিড়ীর ছেলে এবং মেয়ে কেউই সেই গয়না বিক্রি করেননি। তাঁরা সেই অলংকার গচ্ছিত রেখেছেন পরিবারের অন্দরেই।
আরও পড়ুন: নেমতন্ন করলেও, ছেলের বিয়েতে খেতে দেননি! মহানায়কের ব্যবহারে অবাক হয়েছিলেন সৌমিত্র
কিন্তু সব সময় কেন এত সোনা পরে থাকেন বাপ্পি লাহিড়ী? এ প্রসঙ্গে জীবদ্দশায় এক সাক্ষাৎকারে ডিস্কো কিং জানিয়েছিলেন তিনি মনে করেন সোনা তাঁর জন্য লাকি চার্ম। সেই কারণেই তিনি সবসময় সব জায়গাতেই সোনা পরে যেতেন। সেই সাথে খুব যত্ন নিতেন নিজের অলংকারের। তবে বাপ্পি লাহিড়ী শুধু লক্ষ লক্ষ টাকার গয়নারই মালিক ছিলেন না।
সেই সাথে তাঁর দামি গাড়িরও শখ ছিল। কিংবদন্তি এই গায়কের গ্যারেজে ছিল বিএমডাব্লিউ, টেসলা এক্স এবং অডির মতো বিলাসবহুল দামি গাড়ি। জানা যায় সব মিলিয়ে কিংবদন্তি এই সংগীত শিল্পীর মোট সম্পত্তির পরিমাণ ২২ কোটি টাকা।