‘ডন'(Don) ছবিটি কেবল অমিতাভ বচ্চনের(Amitabh Bachchan) জীবনেরই বড় অংশ নয়, পাশাপাশি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিরও একটা বড় অংশ হচ্ছে এই ছবি। এই ছবিটি মুক্তি পাওয়া মাত্রই ঝড় উঠে গেছিল বক্স অফিসে। জেনে অবাক হবেন যে, ৭০ লক্ষ টাকার এই বাজেটের ছবির কালেকশন ছিল প্রায় ৭ কোটি টাকা। সত্তরের দশকের এই ছবির ডায়লগ আজও সমান জনপ্রিয়।
তবে এই ছবি কিন্তু অভিনেতার সুপারস্টার হওয়ার পরে নয় বরং আগেই হয়েছিল। যারা অমিতাভ বচ্চনের ফ্যান তারা নিশ্চয়ই এই সিনেমাটি দেখেছেন। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা। এত বড় তারকার পারিশ্রমিক যে আকাশছোঁয়া হবে সেকথা বলাই বাহুল্য। তবে জেনে অবাক হবেন যে, অমিতাভ বচ্চনের তুলনায় অনেক বেশি পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেতা প্রাণ।
মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, এই ছবির জন্য প্রায় আড়াই লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অমিতাভ। এদিকে প্রাণের পারিশ্রমিক ছিল, অমিতাভ বচ্চনের পারিশ্রমিকের দ্বিগুণ। তৎকালীন সময়ে প্রায় ৫ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। যদিও সময়ের কথা বললে, অমিতাভের চেয়ে অনেক বেশিদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। তাই তার অভিনয় দক্ষতা নিয়ে কোন প্রশ্নই ওঠেনা।
যারা ছবিটি দেখেছেন তারা জানেন যে, ছবিতে প্রাণের চরিত্রটি মূলত খোঁড়া। যদিও প্রথমে চরিত্রটি সেভাবে সাজানো হয়নি। তাহলে কেন হঠাৎ করে খোঁড়া সাজানো হল তাকে! জেনে অবাক হবেন যে, এর পেছনেও রয়েছে মজাদার কাহিনী। আসলে সেই সময় ছবির শুটিং চলাকালীন পায়ে জোরদার চোট পেয়েছিলেন তিনি।
আর সেই কারণে হাঁটতে অসুবিধা হচ্ছিল তার। আর তাই রাতারাতি বদলে ফেলা হয় ছবির চিত্রনাট্য। যাতে দর্শকরা চরিত্রে অসংগতি না খুঁজে পায় সেই কারণেই এই পদক্ষেপ নিয়েছিলেন নির্মাতারা। তবে অভিনেতা প্রাণও কোনো খামতি রাখেননি তার অভিনয়ে। নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলেন এই ছবিতে।