পার্থ মান্নাঃ সম্প্রতি ষ্টার জলসার পর্দায় একজোড়া নতুন মেগার প্রোমো এসেছে। যার মধ্যে একটি হল ‘রাঙামতি তীরন্দাজ’। যেখানে আদিবাসী গ্রামের মেয়ে রাঙ্গামতিকে তীরন্দাজ হয়ে অলিম্পিক খেলার জন্য তৈরী করা হবে। গল্পে নায়িকা হিসাবে দেখা যাবে নবাগত অভিনেত্রী মনীষা মন্ডলকে। তবে অনেকেই হয়তো জানেন না মনীষার আগে ‘তোমাদের রাণী’ অভিনেত্রী অভীকা মালাকারকে অফার করা হয়েছিল লিড ক্যারেক্টার। তাহলে কেন না করলেন তিনি? জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
যেমনটা জানা যাচ্ছে, ধারাবাহিকের জন্য লুক ট্রাসটিং পর্যন্ত হয়ে গিয়েছিল। আর তাতে সিলেক্টেডও হয়েছিলেন অভীকা। তবুও কেন ছেড়ে দিলেন নতুন মেগার নায়িকা হওয়ার সুযোগ? উত্তর জানতে সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর সাথে।
অভীকার মতে, গ্রামের এক তীরন্দাজ মেয়ের গল্প, যেখানে চলন বলেন সবটাই আলাদা। এর আগের ধারাবাহিকে (তোমাদের রাণী) শহুরে মেয়ে তথা একজন ডাক্তারের চরিত্রে অভিনয় করতে হয়েছিল। এই চরিত্রের জন্য নিজেকে অনেকটা প্রশিক্ষণ নিতে হত। সেই কারণেই পিছিয়ে আসি। তাছাড়া একটা মেগা শেষ হওয়ার পর আরেকটা শুরুর আগে একটু বিরতি নেওয়াও প্রয়োজন। আর পড়াশোনাও শুরু করেছেন নতুন করে সেটাও শেষ করতে হবে।
এদিন নতুন অভিনেত্রীর অভিনয়ের প্রশংসাও করেন অভীকে। তাঁর মতে, প্রোমো দেখলাম নতুন হলেও মনীষা দুর্দান্ত অভিনয় করছে। আমার তো মনে হয় ও এই চরিত্রের জন্য বেশি ডিজারভিং, ওর জন্য অনেক শুভেচ্ছা রইল।
আরও পড়ুনঃ কোর্টে মুখ চালিয়েই কাঁপাচ্ছে গীতা LLB! ফুলকি না পর্ণা কে হল বেঙ্গল টপার? দেখুন TRP তালিকা
প্রসঙ্গত, গ্রামের এক আদিবাসী মেয়ের গল্প দেখাবে ‘রাঙ্গামতি তীরন্দাজ’। যেখানে তাঁর তীর ধনুক চালানোর দক্ষতা দেখে তাকে অলিম্পিকে পাঠানোর স্বপ্ন দেখেন নায়কের মা। যদিও এখনও গল্প শুরু হয়নি। তাই আপাতত অপেক্ষা ধারাবাহিকটি শুরু হওয়ার।