বিয়ের চার বছর পর প্রিয়াঙ্কা-নিকের (Priyanka Chopra) ঘর আলো করে আসে কন্যা সন্তান। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই খবর ভাগ করে নেন অভিনেত্রী। তবে নিজে সন্তানের জন্ম দেননি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বেছে নিয়েছিলেন সারোগেসি মাধ্যম। সে কথাও নিজেই জানিয়েছিলেন বলিউড তারকা (Bollywood)। এরপরই তাঁর কমেন্ট বক্স ভর্তে থাকে একের পর এক বিতর্কিত মন্তব্যে।
কটাক্ষের তীর ধেয়ে আসে অভিনেত্রীর দিকে। ‘আউটসোর্সিং’ থেকে শুরু করে ‘রেডিমেড’ বাচ্চা পর্যন্ত বলা হয়। শুধুমাত্র নেটিজেনরাই নন কটাক্ষ করেছিলেন তসলিমা নাসরিনও। অনেকেই মনে করেছিলেন কেরিয়ার নষ্টের ভয়েই হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। যদিও নেট নাগরিকদের কটাক্ষের কোনওরকম জবাব দেননি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
ঘটনার প্রায় এক বছর পর অবশেষে এই বিষয় নিয়ে মুখ খুললেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। এক সাক্ষাৎকারে এই বিষয় নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। খোলামেলা ভাবেই অভিনেত্রী জানান, নিক এবং তাঁর সম্মতিতেই বেছে নেওয়া হয় সারোগেসি মাধ্যম। তিনি বলেন,’ বেশ কিছু জটিল শারীরিক সমস্যা দেখা গিয়েছিল তাঁর আর সেকারণেই নিতে হয়েছিল এমন সিদ্ধান্ত’। তিনি আরও বলেন ‘আমি ভীষন সাহসী বলেই এমন কঠিন সিদ্ধান্ত নিতে পেরেছি’।
View this post on Instagram
নেট নাগরিকদের কাছেও কাতর আর্জি জানান অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার মেয়েকে নিয়ে কটাক্ষ করবেন না। ওকে এসব থেকে দূরে রাখুন’। জানা যায়, জন্মের পরের তিন মাস অসুস্থ ছিল তাঁদের সন্তান। এ বিষয় নিয়েও মুখ খুললেন অভিনেত্রী। তিনি জানান,’ ভীষন কষ্টের মধ্যে দিয়ে আমরা এক একটা রাত কাটিয়েছি। তবে বর্তমানে সুস্থ আছে আমাদের কন্যা সন্তান’।