অজানা তথ্য,ইংরেজি অক্ষর,আই,জে,Unknown Facts,English Letter,I,J

Moumita

i এবং j-এর মাথায় এই বিন্দু দুটি কেন থাকে? এর পেছনের কারণ জানেন না ৯৯% মানুষই

একথা তো আমরা সবাই জানি যে, ইংরেজিতে a থেকে j পর্যন্ত ২৬ টি অক্ষর থাকে। যার মধ্যে i এবং j এমন দুটি অক্ষর যার মাথায় দুটি বিন্দু আছে। কিন্তু আপনি কি জানেন যে, এই বিন্দুটি ঠিক কেন থাকে এবং এর নেপথ্য কারণটি ঠিক কী?

   

লেখার সময় আমরা সবাই লিখে তো থাকি কিন্তু এর ব্যবহারকে কী বলা হয় তা খুব কম জনই জানেন। আজকের এই প্রতিবেদনে এই বিষয়টিই জানাবো আপনাদের। প্রথমেই বলি এই বিন্দুকে শিরোনাম বা টাইটেল বলা হয়।

টিনি + লিটল দিয়ে তৈরি এই শিরোনামটি একটি ল্যাটিন শব্দ Titulus থেকে তৈরি এবং এর অর্থ Inscription বা শিলালিপি বা শিরোনাম। প্রসঙ্গত, এই বিষয়টি ১১ শতকে ল্যাটিন পাণ্ডুলিপিতে উদ্ভূত হয়েছিলো।

আসলে, ইংরেজির ৫ টি অক্ষর h, i, j, k, l-এ i ​​এবং j কে বাকিদের চেয়ে আলাদা করার জন্য তৈরি করা হয়েছিলো। কারণ শুরুতে এই ৫ টি অক্ষরই প্রায় একইরকম দেখতে ছিলো। এবং এই সবকটি অক্ষরেই একটি করে সরলরেখা থাকে।

বিশেষত এই i এবং j একইরকম দেখতে ছিলো এবং জানা যায় যে, পরে এই থেকে i অক্ষরটির আকৃতি দেওয়া হয়েছিলো। যদিও সেই সময় বিন্দু দুটি এতো ছোটো ছিলোনা, প্রথমে যথেষ্ট বড়ো বিন্দু ব্যবহার করা হতো i এবং j কে আলাদা করার জন্য।

পরবর্তীকালে ব্যবহারের সাথে সাথে এই বিন্দুটি ছোটো হতে হতে একটি বিন্দুতে পরিণত হয়েছে। তো বন্ধুরা, এখন নিশ্চয়ই ভালো করে বুঝতে পেরেছেন i এবং j-এর উপরের এই ছোট ডট বা বিন্দুটিকে কী বলা হয় এবং কেন এটি ব্যবহার করা হয়।