Life Insurance

Papiya Paul

Life Insurance: শুধু নিজের জন্য নয়, পরিবারের সুরক্ষায় দরকার জীবন বীমার! জেনে রাখুন এই ৭ টি কারণ

নিউজশর্ট ডেস্কঃ জীবনে কখন কোন ঘটনা ঘটে যায় সেই সম্পর্কে আগে থেকে টের পাওয়া যায় না। হঠাৎ করে কোন অপ্রত্যাশিত ঘটনা ঘটলে সেই সমস্যা সমাধান করা যায় তার জন্যই রয়েছে এই জীবন বীমা(Life Insurance)। যদিও জীবন বীমা পলিসি সম্পর্কে সঠিক তথ্য এখনো জানেন না বহু মানুষ। তাই অনেকেই জীবন বীমা পলিসি করতে চান না। আজকের এই প্রতিবেদনে এই জীবন বীমা পলিসি করার ৭ টি প্রয়োজনীয় কারণ সম্পর্কে আপনাদেরকে জানাবো।

   

১) বুড়ো বয়সে যাতে সুরক্ষিত থাকা যায়: ভবিষ্যতে কি হতে চলেছে তা আগে থেকে জানা যায় না। যত কম বয়সে পলিসি শুরু হবে তত কম প্রিমিয়াম আপনাকে দিতে হবে। আপনি যতদিন সুস্বাস্থ্যের অধিকারী আছেন ততদিন যদি আপনি প্রিমিয়াম দিতে পারেন। তাহলে বুড়ো বয়সে আপনার কোন চিন্তা থাকবে না। বুড়ো বয়সে আপনি সুরক্ষিত জীবন কাটাতে পারবেন।

২) ঋণ পরিশোধ: আপনি যদি জীবন বীমা পলিসি করেন। আপনার কোন বিপদ হলে আপনার যদি ঋণ পরিশোধ করার প্রয়োজন হলে জীবন বিমার সাহায্যে ঋণ পরিশোধ করা যাবে।

SBI Insurance Plan

আরও পড়ুন: RBI: এখনও ফেরত আসেনি ২০০০ টাকার সব নোট! কোথায় রয়েছে এই টাকা? যা জানালো RBI

৩) পরিবারের সুরক্ষা বজায় থাকবে: আপনি এখন যা উপার্জন করছেন এটি ভবিষ্যতে আপনার পরিবারের জন্য যথেষ্ট নাও হতে পারে। তাই আপনার কোনো কারণে মৃত্যু ঘটলে পরিবারের সদস্যরা যাতে কোন রকমের সমস্যার সম্মুখীন না হয় তাই জন্য পলিসি করানো হয়। যার ফলে পরিবারের সদস্যদের আর্থিকভাবে কোন রকমের সমস্যা হবে না।

৪) নিরাপত্তা দেবে: জীবন বীমার এমন কিছু বিকল্প সিলেক্ট করতে পারেন যেটা ভবিষ্যতে আপনার এবং আপনার পরিবারকে সুরক্ষিত করতে সাহায্য করবে। অর্থাৎ ভবিষ্যতে আর্থিকভাবে নিরাপদে থাকতে সাহায্য করবে এই জীবন বীমা।

৫) আপনার সম্পত্তি সুরক্ষিত থাকবে: আপনার বাড়ি বা সম্পত্তি যদি কোন কারণে বন্ধক দেওয়া থাকে সে ক্ষেত্রে আপনার হঠাৎ মৃত্যু ঘটলে মৃত্যুর পরে এই জীবন বীমার সাহায্যে আপনি সেই বাড়ি ছাড়িয়ে দিতে পারেন। অর্থাৎ গ্রাহকের ঋণের বোঝা থেকে কিছুটা হলেও মুক্তি দিতে পারে এই জীবন বীমা।

৬) সন্তানদের ভবিষ্যত সুনিশ্চিত করা: আপনার সন্তানের শিক্ষিত করার জন্য জীবন বীমা পলিসি অবশ্যই কাজে লাগবে। আপনার সন্তানের স্বপ্ন পূরণ করার পাশাপাশি ঋণ থেকেও আপনাকে মুক্তি দেবে।

৭) অনেক বেশি অর্থ সাশ্রয় করবে: এমন অনেক জীবন বীমা রয়েছে যেগুলো অনেক বেশি সাশ্রয়ী এবং নমনীয় হয়। যেগুলো আপনার এবং আপনার পরিবারের অনেক কাজে লাগবে।