নিউজশর্ট ডেস্কঃ আগে ব্যাংকিং ক্ষেত্রে আর্থিক লেনদেনের জন্য চেকের ওপর নির্ভরশীলতা ছিল প্রচুর। কিন্তু বর্তমানে সেই চেকের ব্যবহার কিছুটা হলেও কমেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ব্যবসায়ীদের মধ্যে লেনদেন ছাড়া খুব একটা বেশি চেকের ব্যবহার এখন হয় না। এর কারণ ডিজিটাল পেমেন্টের জনপ্রিয়তা এখন প্রচুর বেড়ে গিয়েছে।
তবুও যারা একবার হলেও চেক ব্যবহার করেছেন। তারা জানেন যে চেকের(Cheque Rules) টাকার অংক লেখার পরে ‘Only’ কথাটা লেখা থাকে। চেক লেখার ক্ষেত্রে এই Only লেখাটা বাধ্যতামূলক। তবে এই নিয়ম কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তৈরি করেছে এমনটা নয়। বরং গ্রাহকদের স্বার্থে বছরের পর বছর ধরেই এই নিয়ম চলে এসেছে।
চেকে টাকার অংক লেখার পরে ইংরেজিতে Only লেখা থাকে। বেশিরভাগ ক্ষেত্রে ইংরেজিতে চেকে টাকার অংক লেখা থাকে। কিন্তু অনেক সময় হিন্দিতেও চেক লিখতে দেখা যায়। সেক্ষেত্রে ‘সির্ফ’ শব্দটা যুক্ত করা হয়। এবার প্রশ্ন হল কেন এই শব্দটা লেখা হয় আপনি কি জানেন?
আসলে গ্রাহকদের প্রতারণার হাত থেকে বাঁচানোর জন্য এই পদ্ধতি অনুসরণ করা হয়। ধরুন, চেকের মধ্যে সংখ্যায় 1000/- লেখা হয়েছে। এরপর ইংরেজিতে বানান করে লেখা হয় One Thousand Rupees Only, এবার প্রশ্ন হল Only শব্দটি শেষে কেন লেখা হয়? কারণ Only শব্দটা যদি শেষে না লেখা হয় তাহলে যে কেউ এর পরে আরো কিছু সংখ্যা বানান করে লিখে আপনার অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত টাকা তুলে নিতে পারেন।
অল্প সংখ্যক টাকার ক্ষেত্রে প্রতারণার পরিমাণ যতটা না হবে। কোটি টাকার ক্ষেত্রে এই প্রতারণা যদি করা হয় তাহলে বিশাল অংকের ক্ষতি হয়ে যেতে পারে গ্রাহকের। তাই চেকের অর্থের পাশে বানান করে লেখার শেষে Only শব্দটা লিখলে অতিরিক্ত টাকা তুলে নেওয়া বা প্রতারণার সুযোগটা থাকে না। এর পাশাপাশি সংখ্যায় টাকার অংক বসানোর পর ‘/-‘ এই চিহ্নটি দিতে হয়। নাহলে এখানেও কেউ নতুন সংখ্যা বসিয়ে প্রতারণা করে দিতে পারে।