লাল রং,অজানা তথ্য,লেপ,মজার তথ্য,Red Colour,Unknown Facts,Fun Facts,Blanket,Reason,কারণ

Moumita

কেন লাল কাপড় দিয়ে তৈরি হয় শীতের লেপ? এর পিছনের ইতিহাস জানলে ভালো লাগবে আপনারও

কালীপুজো শেষ মানে শীত চলেই এলো। আর দিত মানেই সোয়াটার, মাফলার আর লেপ কম্বলের রমরমা‌। বর্তমান দিনে বাজারে হরেক রকমের লেপ কম্বল পাওয়া যায়। আধুনিক প্রযুক্তিতে বানানো এইসব লেপ, কম্বলের চাহিদাও ব্যাপক। শীত আসতে না আসতেই গরম জামা কাপড় আর লেপ কম্বল কেনার ধুম পড়ে যায় সবার মধ্যে।

   

এমতাবস্থায় অনেকেই হয়তো লক্ষ্য করে থাকবেন যে, বেশিরভাগ লেপ কম্বলের উপর লাল কাপড় দিয়ে সেলাই করা হয়। বিষয়টা সাধারণ মনে হলেও কিন্তু বেশ মজার। কখনও মাথায় প্রশ্ন এসেছে কি যে, বেশিরভাগ লেপ বা কম্বলই লাল কাপড়ের কভার দিয়ে কেন সেলাই করা হয়। চলুন তাহলে আজকে এর ইতিহাস শোনাই পাঠকদের।

কথিত আছে যে, লাল কাপড় দিয়ে লেপ বা কম্বল তৈরি শুরু হয় বাংলা, বিহার ও ওড়িশার নবাব মুর্শিদকুলি খানের আমল থেকে। তৎকালীন সময়ে শীতের হাত থেকে বাঁচার উদ্দেশ্যে রাজার জন্য এক বিশেষ লেপ তৈরি করা হত। যেহেতু মুর্শিদাবাদে লম্বা কার্পাস তুলো চাষের রমরমা ভালোই ছিল তাই সেই তুলো লাল রঙে ডুবিয়ে মোলায়েম মখমলের কাপড়ে ভরা হত।

এইভাবেই তৈরি করা হতো রাজার লেপ। এর উপর দেওয়া হত সুগন্ধি আতর। তবে এই মখমল কিংবা সিল্কের কাপড় তো আর সবার পক্ষে কেনা সম্ভব নয়। তা ছিলো সাধারণ মানুষের সাধ্যের বাইরে। আর সেই কারণেই সাধারণ মানুষ লাল কাপড়ের মধ্যেই তুলো ভরে লেপ তৈরি করতে শুরু করেন। যদিও এর বিরুদ্ধমতও রয়েছে।

অনেকেই বলেন, লেপ যেহেতু ভারি জিনিস এবং সহজে কাচা যায়না তাই এতে লাল বা গাঢ় রঙ ব্যবহার করা হয়। কারণ লালের উপর নোংরা বসলেও তা চট করে বোঝা যায়না। আবার অনেকে বলে, এইসব কেবলই গাল গল্প। লাল যেহেতু উজ্জ্বল রং তাই সহজেই ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। সেই কারণেই ব্যবসায়ীরা লাল কাপড় দিয়ে লেপ সেলাই করে।