Bollywood Gossip: বলিউডের নং ওয়ান সুপারস্টার, তবু শাহরুখের সঙ্গে এই ব্লকবাস্টার ছবিগুলির অফার ফেরান শ্রীদেবী

নিউজশর্ট ডেস্কঃ Sridevi and Shahrukh Khan Controversy: একটা সময় বলিউড (Bollywood) জগতে চলতো তাঁর রাজত্ব। তাঁর সৌন্দর্যে মুগ্ধ ছিল ৮ থেকে ৮০ সকলেই। বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। রোমান্টিক ছবি থেকে শুরু করে সাংসারিক গল্প সবেতেই দেখা গেছে এই অভিনেত্রীকে। তিনি আর অন্য কেউ নন বনি কাপুরের স্ত্রী শ্রীদেবী (Sridevi)। তবে এই অভিনেত্রীর সম্পর্কে এক গোপন রহস্যের কথা জানেন কি? আজ আপনাদের জানাবো সেই তথ্যই।

বলি পাড়ায় কান পাতলেই শোনা যায় শাহরুখ খানকে(Shahrukh Khan) একেবারেই পছন্দ করতেন না শ্রীদেবী। আর সে কারণেই নাকি একের পর এক ছবির অফার ফিরিয়ে দিয়েছেন তিনি। এই তালিকায় প্রথমেই উঠে আসে ‘ডর’ ছবির কথা। যশ চোপড়া পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন শাহরুখ খান, সানি দেওয়াল এবং জুহি চাওলা। রোমান্টিক হিরো থেকে একেবারে খলনায়ক হয়ে উঠেছেন শাহরুখ। নায়িকা চরিত্রে প্রথমে বেছে নেওয়া হয়েছিল শ্রীদেবীকে। কিন্তু পরিচালকের প্রস্তাবে রাজি হননি অভিনেত্রী। আর সে কারণেই প্রস্তাব গেছিল জুই চাওলার কাছে।

যদিও এক সাক্ষাৎকার শ্রীদেবী জানিয়েছিলেন, ‘একাধিক ছবিতে আমি এ ধরনের চরিত্রে অভিনয় করেছি। আর সে কারণেই আর এই চরিত্রটি পছন্দ হয়নি আমার। আমাকে যদি শাহরুখের চরিত্রের জায়গায় বেছে নেওয়া হতো তাহলে আমি রাজি থাকতাম’।

তবে কেবলমাত্র এই একটি ছবি নয় ‘বাজিগর’ ছবিতেও অভিনেত্রী হিসেবে কাজ করার প্রস্তাব পেয়েছিলেন তিনি। ১৯৯৩ সালের ১২ ই নভেম্বর বক্স অফিসে মুক্তি পেয়েছিল এই ছবি। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, শিল্পা শেট্টি এবং কাজল। বলিপাড়ায় কান পাতলেই শোনা যায় এই ছবির প্রস্তাব গেছিল সালমান খানের কাছে। তবে তিনি রাজি না হওয়ার কারণে অবশেষে বেছে নেওয়া হয় রোমান্টিক হিরো শাহরুখকে।

আবার শোনা যায় নায়িকা হিসেবে প্রথমে বেছে নেওয়া হয়েছিল শ্রীদেবীকে। শিল্পা শেট্টির পরিবর্তে দেখা যেত তাঁকে। তবে ইন্ডাস্ট্রিতে নবাগতর সঙ্গে কাজ করতে চাননি অভিনেত্রী। ফলে প্রস্তাব খারিজ করে দেন তিনি। এখানেই শেষ নয়। ‘মহব্বাতে’ ছবিতে অভিনয় করার প্রস্তাবও নাকি পেয়েছিলেন শ্রীদেবী। কিন্তু রাজি হয়নি তিনি। ফলে ঐশ্বর্য রায়কে বেছে নেওয়া হয়েছিল নায়িকা হিসেবে।

১৯৯৭ সালে বক্স অফিসে মুক্তি পাওয়া ‘দিল তো পাগল হ্যায়’ ছবির প্রস্তাবও গিয়েছিল সুন্দরী এই অভিনেত্রীর কাছে। সেই প্রস্তাবও ফিরিয়ে দেন তিনি। যদিও শাহরুখ ছবিতে থাকার কারণে এতবার ছবির অফার ফিরিয়ে দিলেও ১৯৯৬ সালে অভিনেতার সঙ্গে জুটি বেঁধে দর্শকদের সামনে হাজির হয়েছিলেন তিনি। যদিও এই ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। ২০১৮ সালে ‘জিরো’ ছবিতে অতিথি শিল্পী হিসেবে দেখা গিয়েছে শ্রীদেবীকে।

Papiya Paul

X