Winter coming in West Bengal Rain Forecast in 3 Districts see Weather update

পাল্টে গেল হাওয়া, তাপমাত্রা কমলেও বৃষ্টির সম্ভাবনা ৩ জেলায়! দেখে নিন আজকের আবহাওয়া

পার্থ মান্নাঃ নভেম্বরের দ্বিতীয সপ্তাহ পড়তেই বাংলায় শীত পড়তে শুরু করেছে। মাঝে কিছুদিন সকালে ঠান্ডা থাকলেও বেলা বাড়লেই উষ্ণতার পারদ চড়ছিল। তবে এবার তাতে ইতি ঘটেছে, সারাদিনই ঠান্ডা হাওয়া বইছে। তবে এরই মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জেলায়। কোথায় কোথায় হালকা বৃষ্টির সম্ভাবনা? কাজে বেরোনোর আগে দেখে নিন মৌসম ভবনের জারি করা আজকের আবহাওয়া।

আজকের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের শেষ প্রকাশিত বুলেটিন অনুযায়ী আজ কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া শুষ্ক থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সকালে কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়তেই রোদের দেখা মিলবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এছাড়া বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৬% থেকে ৭৮% এর মধ্যে ঘোরাফেরা করবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বাঙালির বহুপ্রতীক্ষিত শীত পশ্চিমবঙ্গে প্রবেশ করতে শুরু করেছে। বিগত কয়েক দিনে তাপমাত্রা কমেছে কয়েক ডিগ্রি। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমবে। হাওয়া অফিসের মতে আজ বুধবার আবহাওয়া শুষ্ক থাকবে। এসপ্তাহের শেষ অবধি বাংলার কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। বরং শনি ও রবিবারের মধ্যে আরও একটু ঠান্ডা বাড়বে বলে জানানো হচ্ছে। তবে উপকূলের জেলাগুলিতে হালকা মেঘের দেখা মিলতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরের ২  জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, একইসাথে তাপমাত্রা কমতে শুরু করবে।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এদিকে উত্তরের তিন জেলা দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙয়ে আজকের মত কালও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এমাসের শেষের মধ্যেই লেপ কম্বল বের করতে হবে। তাপমাত্রার পরিবর্তন নিয়ে এমনটাই সুখবর দিয়েছে হাওয়া অফিস।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X