রাজার হালে খাওয়া-দাওয়া! মাত্র ১০ টাকা থেকে শুরু, শীতের ছুটিতে ঘুরে আসুন বাংলার এই রাজবাড়ী থেকে

নিউজশর্ট ডেস্কঃ সামনে শীতকাল। এই সময় বহু মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে(Travel) বেরিয়ে পড়েন। বিশেষ করে ভ্রমণপ্রিয় পর্যটকদের এই সময় ঘরে মন বসে না। দূরে কিংবা কাছে যেখানেই হোক যেতেই হবে। এমনই কিছু ভ্রমণপিপাসু পর্যটকদের জন্য আমাদের এই প্রতিবেদন। রাজ্যের মধ্যেই একদিনের ছুটিতে সময় কাটানোর জন্য একটি সুন্দর লোকেশন(Location) সম্পর্কে আপনাদেরকে জানাবো।

এই লোকেশন হল মহিষাদল রাজবাড়ি(Mahishadal Rajbari)। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার জন্য বহু মানুষ এই জায়গার সন্ধান পেয়ে গিয়েছেন। তারা এই জায়গায় ঘুরতেও চলে এসেছেন। আপনি যদি ইচ্ছে থাকা সত্ত্বেও এখানে ঘুরতে যেতে না পেরে থাকেন তাহলে এবার আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়ুন মহিষাদল রাজবাড়ির উদ্দেশ্যে। মহিষাদল রাজবাড়ি, সংগ্রহশালা, পুষ্করিণী, আম্রকুঞ্জ দেখতে রাজ্যর বাইরে থেকে,  রাজ্য থেকে বহু পর্যটকেরা আসেন।

এখানে পর্যটকদের কথা ভেবেই পুজোয়ে ফুল ব্যাক প্যালেসের সামনে গড়ে তোলা হয়েছে। এর কারণ হলো সারা বছর পর্যটকদের আনাগোনা থাকলেও শীতের সময় পর্যটকদের সংখ্যা বেড়ে যায় তাই তাদের কথা ভেবে এবার ক্যাফে কাম ফ্যামিলি রেস্টুরেন্ট পরিষেবা চালু করা হয়েছে। এখানে চা-কফি থেকে শুরু করে ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের প্রচুর সম্ভার রয়েছে। সমস্ত কিছুই আপনার সাধ্যের মধ্যে। ১০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা দামের খাবার এখানে মিলবে।

এখানে এলে চারিদিকের সৌন্দর্য দেখলে মুগ্ধধায় ভরে যাবেন আপনি। রাজবাড়ীর প্রাচীন বৃক্ষের তলায় আলো ঝলমলে পরিবেশে একদিকে যখন মধুর গান শোনা যাবে, তখন সাময়িক হলেও মনের শান্তি মিলবে। প্রতিদিন সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত ক্যাফে খোলা থাকছে। এখানে সম্পূর্ণ মহিলাদের দ্বারা খাবার পরিবেশন করা হয়। এখানে কাছে পিঠে যেহেতু কোন খাবারের দোকান নেই, তাই পর্যটকদের সমস্যার কথা ভেবেই এই ক্যাফে চালু করা হয়েছে বলে জানিয়েছে মহিলাদের মহিষাদল রাজবাড়ির দায়িত্বে থাকা একজন ব্যক্তি।

এখানে রাজকীয় ঘরানায় খাবারদাবার দেওয়ার জন্য এই ক্যাফের নামকরণ করা হয়েছে ‘রাজার হালে ক্যাফে’। আনন্দের পাশাপাশি রাজকীয় ঘরানার খাবার দাবার খেতে পারবেন পর্যটকেরা। তাই আর দেরি না করে একদম অল্প খরচের মধ্যে চলে আসুন এই সুন্দর পরিবেশে। একবার এলে বারবার আসতে মন চাইবে আপনার।

Avatar

Papiya Paul

X