Business Idea

Business Idea: চাকরির পাশাপাশি করতে পারেন এই ব্যবসা, লাখপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না

নিউজশর্ট ডেস্কঃ শুধু চাকরি করে সংসার চালানো বর্তমান বাজারে একেবারেই অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। যতদিন যাচ্ছে ততই জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। আর এই সময় একজন ব্যক্তির পক্ষেও টাকা রোজগার করে সবকিছু সামাল দেওয়া যাচ্ছে না। তাই অনেকেই চাকরির পাশাপাশি অতিরিক্ত উপার্জনের আশায় ব্যবসার(Business) দিকে মনোযোগ দিচ্ছেন। আপনিও চাইলে নিজের বাড়িতে এরকম ব্যবসা করে মোটা টাকা উপর্জন করতে পারেন।

আজকের এই প্রতিবেদনে একটি ইউনিক ব্যবসার(Unique Business Idea) সম্পর্কে আপনাদেরকে জানাবো। যে ব্যবসা করে প্রত্যেক মাসে ভালো টাকা উপার্জন করতে পারবেন আপনি। আপনার বাড়ির সামনে কিংবা ছাদে বেশ কিছুটা জায়গা থাকলেই জারবেরা ফুলের চাষ(Gerbera Flower Farming) শুরু করতে পারেন। বিশেষ করে ব্যাঙ্গালোর জারবেরা গাছের চাষ করতে পারলে বেশি টাকা উপার্জন হবে। সাধারণত আষাঢ়,শ্রাবণ এবং ভাদ্র মাসে এই গাছ বসানো হয়।

এই ফুল ফোটে কার্তিক, অগ্রহায়ণ মাস থেকে প্রায় সারা বছর জুড়ে। গোলাপ চাষ যেমন অত্যন্ত লাভজনক ব্যবসা ঠিক তেমনি জারবেরা চাষ লাভজনক ব্যবসার মধ্যে পড়ে। এই গাছের চাষ করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে বৃষ্টি হলে সেভাবে এই গাছের ক্ষতি হয় না। কিন্তু গাছের গোড়ায় জল জমলে গাছের পক্ষে দারুণ ক্ষতিকর হয়। আর তাই বর্ষার সময় জারবেরা গাছের ক্ষতি হয়ে থাকে। এই গাছের ক্ষেত্রে ওষুধ বা ফাঙ্গাসাইড ব্যবহার করা হয়।

আরও পড়ুন: Business Idea: মাত্র ২০০০ টাকা পুঁজিতে শুরু করুন এই ৪ ব্যবসা, উপার্জন হবে কাঁড়ি কাঁড়ি টাকা

সার, সরিষার খোল, হাড় গুঁড়ো, সিং গুঁড়ো এগুলো এই গাছের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন। এছাড়া প্রয়োজন প্রচুর পরিমাণে জল। গাছের গোড়ায় যাতে জল না জমে সেদিকেও খেয়াল রাখতে হবে। দেশি জারবেরা আকারে ছোট হয়, অন্যদিকে ব্যাঙ্গালোর জারবেরা আকারে অনেকটা বড় হয়। ব্যাঙ্গালোর জারবেরা চাষ করে থাকে তাহলে অবশ্যই শেড দেওয়ার প্রয়োজন আছে। এদিকে দেশি জারবেরা চাষ করলে শেড না দিলেও চলবে। একটু সতর্কতা অবলম্বন করে জারবেরা চাষ করলে প্রতি মাসে কয়েক হাজার টাকা উপার্জন করা যেতে পারে।

Papiya Paul

X