সম্প্রতি তৃণমূল কংগ্রেসের এক নেতার শিশুকন্যা সম্পর্কে কুমন্তব্য মামলায় কলকাতা হাইকোর্টে উঠেছে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওই নেতার শিশুকন্যা সম্পর্কে কুমন্তব্যে উৎসাহ দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া দুই মহিলার পক্ষে তাঁদের আইনজীবী একটি উল্লেখযোগ্য প্রশ্ন তুলেছেন: “কেবল হাততালি দেওয়ার জন্য কি পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে?”
কি কারণে মামলা?
গত ৭ ও ৮ সেপ্টেম্বর ফলতা থানার অধীনে দুই মহিলাকে পুলিশ গ্রেফতার করে। অভিযোগ, তাঁরা নেতার শিশুকন্যা সম্পর্কে কুমন্তব্যের সময় হাততালি দিয়ে সেই মন্তব্যকে উৎসাহ দিয়েছেন। গ্রেফতার হওয়ার পর তাঁদের হেফাজতে মারধরের অভিযোগও উঠেছে আদালতে।
বিচারপতির প্রতিক্রিয়া
মামলাটি মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে শুনানি হয়। শুনানিতে বিচারপতি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললেন: “একটি অভিযোগের ভিত্তিতে কি সমস্ত থানার কাউকে গ্রেফতার করা যায়?” ফলতা থানায় মামলাটি দায়ের হলেও অন্যান্য থানাতেও একই ধরনের অভিযোগ নথিভুক্ত হয়েছে বলে জানা গেছে। এদিন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ গ্রেফতার হওয়া দুই মহিলার স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট তলব করেছেন এবং আগামী ৩ অক্টোবরের মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
হাততালি দেওয়া কি অপরাধ?
মহিলাদের পক্ষে সওয়াল করে তাঁদের আইনজীবী জানান, তাঁরা কোনও কুমন্তব্য করেননি, কেবল হাততালি দিয়েছেন। এর জন্য তাঁদের গ্রেফতার করা কি ন্যায়সঙ্গত? দুই মহিলাই ২০ দিনের বেশি হেফাজতে রয়েছেন বলে জানা গেছে। তাই তিনি অবিলম্বে তাঁদের মুক্তির আবেদন জানান।
রাজ্যের পাল্টা যুক্তি
রাজ্যের আইনজীবী জানান, সমাজে এই ধরনের মন্তব্য করা অত্যন্ত লজ্জাজনক এবং যারা এই মন্তব্যকে উৎসাহিত করেছে, তাঁদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অভিযুক্তরা যদি হেফাজতে অত্যাচারের শিকার হয়ে থাকেন, তবে তাঁরা নিম্ন আদালতে কেন সেই অভিযোগ জানাননি?