Women will get Rs 3000 in there account due to Govt Scheme

মহিলাদের দিওয়ালি বোনাস! ৩০০০ টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা সরকারের

পার্থ মান্নাঃ মহিলাদের আর্থিক ও সামাজিক উন্নতির কথা ভেবে একাধিক প্রকল্প চালু করা হয়েছে কেন্দ্রীয় তথা রাজ্য সরকারের তরফ থেকে। এই যেমন পশ্চিমবঙ্গে লক্ষীর ভান্ডার যোজনার দৌলতে প্রতিমাসের শুরুতেই ১০০০ টাকা ঢুকে যাচ্ছে কয়েক কোটি মহিলাদের অ্যাকাউন্টে। তবে এবার আরও এক সুখবর মিলেছে। দীপাবলির আগেই মহিলাদের ব্যাঙ্কে ঢুকতে চলেছে ৩০০০ টাকা।

মহিলাদের অ্যাকাউন্টে দিওয়ালির আগেই ঢুকবে ৩০০০ টাকা

ইতিমধ্যেই শেষ হয়েছে দুর্গাপুজো। সামনেই কালীপুজো ও আলোর উৎসব দীপাবলি। এই সময় সকলেই আনন্দে মেতে ওঠেন। তবে এরই মাঝে মহিলাদের জন্য রীতিমত দিওয়ালি বোনাস ঘোষণা করল সরকার। লাডলি বেহনা যোজনায় ১৫০০ টাকা নয় এবার ৩০০০ টাকা দেওয়ার ঘোষণা করল সরকার। তবে এই প্রকল্প পশ্চিমবঙ্গের জন্য নয়। মহারাষ্ট্রের মহিলাদের জন্য এই যোজনা চালু করা হয়েছে।

আসলে এই দীপাবলি উপলক্ষে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে বোনাস প্রোগ্রাম ২০২৪ এর আয়োজন করা হয়েছে। যার দরুন যে সমস্ত মহিলারা লাডলি বেহানা যোজনাতে নাম নথিভুক্ত করেছেন তাদের চতুর্থ ও পঞ্চম কিস্তিতে ডাবল টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। অর্থাৎ একমাসে দুটো টাকা ঢোকানো হবে যার ফলে ১৫০০ এর বদলে ৩০০০ টাকা পাবেন মহিলারা। স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশ্যে আসার খুশি রাজ্যের মহিলারা।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গেও লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রতিমাসের শুরুতেই ১০০০ টাকা থেকে ১২০০ টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী প্রায় ২.৫ কোটি মহিলারা এই প্রকল্পের সুবিধা পান। তবে ভবিষ্যতে মোট উপভোক্তার সংখ্যা আরও বাড়বে বলেই আশা করা হচ্ছে। আগামী দিনে ‘দুয়ারে সরকার’ এর ক্যাম্পের মাধ্যমে নতুন করে নাম নেওয়া হবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X