'Second Titanic' goes into the sea with 8000 passengers

Moumita

সরাসরি মৃত্যুকে চ্যালেঞ্জ! ৮০০০ যাত্রী নিয়ে সমুদ্র সফরে ‘দ্বিতীয় টাইটানিক’, আভিজাত্য দেখলে বনবন করে ঘুরবে মাথা

World largest Cruise Aka ‘Second Titanic’ goes into the sea with 8000 passengers: টাইটানিক (Titanic) জাহাজের কথা মনে আছে নিশ্চয়‌। গল্পে হোক বা সিনেমায়, এই জাহাজের নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। টাইটানিক-র পর আরো এক প্রমোদতরী ভাসতে চলেছে সাগরের বুকে। মাত্র কয়েক মাস পরেই যাত্রা শুরু করবে এই ‘দ্বিতীয় টাইটানিক’ (Second Titanic)। যেখানে রয়েছে আকাশছোঁয়া বিলাসিতা। রয়েছে চোখ ধাঁধানো ঐশ্বর্য।

   

জানা যাচ্ছে ২০২৪ সালের ২৭ জানুয়ারি যাত্রা শুরু করবে রয়্যাল ক্যারিবিয়ান গোষ্ঠীর বিশাল এই প্রমোদতরী। সমুদ্র সফরের মোট সময়সীমা প্রায় ৭ দিন। এই জাহাজটির নাম ‘আইকন অফ দ্য সিজ’ (Icon of the Seas)। জানা যাচ্ছে টাইটানিকের চেয়েও বেশ কয়েকগুণ বড় এই জাহাজের দৈর্ঘ্য প্রায় ১,২০০ ফুট। জাহাজের ওজন প্রায় ২ লক্ষ ৫০ হাজার ৮০০ টন। যেখানে টাইটানিকের দৈর্ঘ্য ছিল প্রায় ২৬৯ মিটার বা ৮৮২.৫৪ ফুট।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই জাহাজটির যাত্রা শুরু হবে আমেরিকার ফ্লরিডার মায়ামি থেকে। যার গন্তব্যস্থল হবে পূর্ব এবং পশ্চিম ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। জানা যাচ্ছে প্রায় ৭,৯৬০ জন যাত্রীর ক্যাপাসিটি রয়েছে এই জাহাজে। যার মধ্যে ৫,৬১০ জন যাত্রী এবং ২,৩৫০ জন কর্মী। এবং অবাক করা বিষয় হল, এই সমস্ত টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে।

World Largest Cruise Icon of the Seas People Calling Second Titanic,Titanic,Second Titanic,Icon Of The Sea,Ship,টাইটানিক,দ্বিতীয় টাইটানিক,আইকন অফ দ্য সি,শিপ,পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ

সংশ্লিষ্ট সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে, এখন তাদের সব থেকে বড় জাহাজ হল ‘ওয়ান্ডার অফ দ্য সিস’। কিন্তু ‘আইকন অফ দ্য সিস’ তার থেকেও ৬ শতাংশ বড়। জাহাজটির নির্মাণ হয়েছিল ফিনল্যান্ডের মেয়ের টুর্কু জাহাজ নির্মাণ কেন্দ্রে। ২০২২ সালের এপ্রিল নাগাদ শুরু হয়েছিল এই কাজ। এরপর সেখান থেকেই ট্রায়াল শুরু হয়। এই পুরো সময়টাতে মোট ৪৫০ জন বিশেষজ্ঞর নজর ছিল।

World Largest Cruise Icon of the Seas People Calling Second Titanic,Titanic,Second Titanic,Icon Of The Sea,Ship,টাইটানিক,দ্বিতীয় টাইটানিক,আইকন অফ দ্য সি,শিপ,পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ

জানা যায়, পরীক্ষামূলক সফরের সময় চার দিন ধরে জাহাজের প্রধান ইঞ্জিন, প্রযুক্তি, কম্পন পরীক্ষানিরীক্ষা করে দেখেছেন ৪৫০ জন বিশেষজ্ঞ। চলতি বছরের শেষের দিকে আরও একবার ট্রায়াল পিরিয়ড চলবে বলে খবর। এবং তারপরেই জাহাজটিকে সমুদ্রের বুকে ছেড়ে দেওয়া হবে। সংস্থাটি জানিয়েছে, জাহাজটিতে মোট ২৮ ধরণের কেবিন রয়েছে। আরাম করা বা রোমাঞ্চ উপভোগ, সবটাই হবে সেখানে।