বাংলা ছাড়তে চাইছেন ঋদ্ধিমান সাহা, এবার খেলবেন অন্য রাজ্যের হয়ে

এই মুহূর্তে চলছে আইপিএল। আইপিএল এর পরেই রয়েছে রঞ্জি ট্রফির নক আউট পর্ব। আর এবার আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করছেন বাংলার ঋদ্ধিমান সাহা। রঞ্জি ট্রফির নক আউট পর্বেও বাংলা দলে রাখা হয়েছিল ঋদ্ধিমান সাহা। তবে রঞ্জি ট্রফির নক আউট পর্ব শুরু হওয়ার আগে বড় ধাক্কা বাংলা শিবিরে।

বাংলা দলের হয়ে আর খেলতে রাজি নন ঋদ্ধিমান সাহা। ভারতীয় উইকেট রক্ষকের ঘনিষ্ঠ সূত্রে খবর, বাংলার ক্রিকেট সংস্থার কাছে মৌখিক ভাবে ছাড়পত্র চেয়েছেন ঋদ্ধি। রঞ্জির নক আউট পর্বে তাই ঋদ্ধিমানকে বাংলার হয়ে যে খেলতে দেখা যাবে না তা এক প্রকার নিশ্চিত।

রঞ্জির গ্ৰুপ পর্বে ব্যক্তিগত কারণে খেলতে রাজি হননি ঋদ্ধি। এর ফলে সিএবির এক কর্তার সঙ্গে মনোমালিন্য হয় তাঁর। যা আরও বাড়ল নক আউট পর্বের দল ঘোষণার পর। সোমবার 22 জনের বাংলা দলে রাখা হয়েছিল ঋদ্ধিমান সাহা কে। বাংলা দলের অনেকেই চাইছিলেন ঋদ্ধি রঞ্জি ট্রফিতে খেলুন। তবে দল ঘোষণা হওয়ার পরই বাংলার হয়ে না খেলার কথা জানিয়ে দিয়েছেন ঋদ্ধি।

Avatar

Koushik Dutta

X