Arijit

কানপুরে হাফ-সেঞ্চুরি করে ফারুখ ইঞ্জিনিয়ারের ৪৭ বছর আগের রেকর্ড ভাঙলেন ঋদ্ধিমান

কানপুর টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে একটা সময় 51 রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল। তারপর ভারতের ইনিংস কিছুটা এগিয়ে নিয়ে যায় রবীচন্দ্রন অশ্বিন ও শ্রেয়স আইআর জুটি। তবে রবীচন্দ্রন অশ্বিন আউট হওয়ার পরই ক্রিজে নামেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। চাপের মুখে খেলতে নেমেই অনবদ্য হাফ সেঞ্চুরি করলেন বাংলার ঋদ্ধি।

   

কানপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গে এক অনবদ্য রেকর্ড স্পর্শ করলেন ঋদ্ধিমান সাহা। ভারতের সবথেকে বেশি বয়সী উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে অর্ধশত রান করার নজির গড়লেন তিনি।

এই নিরিখে ঋদ্ধিমান পিছনে ফেলে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, ফারুক ইঞ্জিনিয়ারের মত কিংবদন্তি ক্রিকেটারদের। 1974 সালে 36 বছর 307 দিন বয়সে টেস্ট ক্রিকেটে হাফ সেঞ্চুরি করেছিলেন ভারতের তৎকালীন উইকেটরক্ষক ব্যাটসম্যান ফারুক ইঞ্জিনিয়ার।

কানপুরে দ্বিতীয় ইনিংসে 37 বছর 35 দিন বয়সে টেস্ট ক্রিকেটে হাফ সেঞ্চুরি করলেন ঋদ্ধিমান সাহা এবং তিনি ভেঙে ফেললেন ফারুক ইঞ্জিনিয়ারের রেকর্ড। অর্থাৎ 47 বছর পুরনো রেকর্ড ভেঙ্গে দিলেন বাংলার উইকেটরক্ষক ব্যাটসম্যান তথা বাংলার গর্ব ঋদ্ধিমান সাহা।

এক নজরে দেখে নেওয়া যাক সবথেকে বেশি বয়সে টেস্টে হাফ সেঞ্চুরি করা ভারতীয় উইকেটকিপারের তালিকা:-
১. ঋদ্ধিমান সাহা: ৩৭ বছর ৩৫ দিন (২০২১)
২. ফারুখ ইঞ্জিনিয়ার: ৩৬ বছর ৩০৭ দিন (১৯৭৪)
৩. সৈয়দ কিরমানি: ৩৫ বছর ২০ দিন (১৯৮৫)
৪. নানা যোশি: ৩৪ বছর ৪১ দিন (১৯৬০)
৫. মহেন্দ্র সিং ধোনি: ৩৩ বছর ৩৯ দিন (২০১৪)