Arijit

টানা ব্যর্থ ব্যাট হাতে, কানপুরে ৫৩ বছর পুরনো লজ্জার রেকর্ড ছুঁলেন পূজারা

কানপুর টেস্টে নেই ভারত অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা। দুজনকেই বিশ্রাম দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতীয় ব্যাটিংয়ের দায়িত্ব ছিল অধিনায়ক অজিঙ্কা রাহানে এবং চেতেস্বর পূজারার কাঁধে। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাট হাতে একবারে ব্যর্থ হলেন অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারা।

   

শুধু ব্যাট হাতে ব্যর্থই হলেন না সেই সঙ্গে লজ্জার রেকর্ড গড়লেন পূজারা। টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে তিন নম্বরে ব্যাট করতে নেমে সবথেকে বেশি ইনিংস ধরে শতরান না করার রেকর্ড গড়লেন পূজারা।

ভারতের টেস্ট জার্সি গায়ে টেস্ট ক্রিকেট খেলতে নেমে শেষবার পূজারা সেঞ্চুরি করেছিলেন 2019 সালে, 2021 সাল শেষ হতে চললেও এখনো পর্যন্ত পূজারার ব্যাট থেকে আর কোন সেঞ্চুরি আসেনি। টানা 39 ইনিংসে সেঞ্চুরি করতে ব্যর্থ হন পূজারা।

এর আগে ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে এমন লজ্জার রেকর্ড ছিল ভারতের প্রাক্তন অধিনায়ক অজিত ওয়াদেকরের দখলে। 1968 সাল থেকে 1974 সাল পর্যন্ত তিন নম্বরে ব্যাট করতে নেমে টানা 39 টি ইনিংসে শতরান করতে পারেননি তিনি। এবার সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন চেতেশ্বর পূজারা।