Xiaomi 15 Pro to Vivo X200 5 Upcoming Smartphones Launching in October

200MP ক্যামেরা, 1TB স্টোরেজ! Xiaomi থেকে iQoo এমাসেই লঞ্চ হচ্ছে ৫টি বাজার কাঁপানো স্মার্টফোন

পার্থ মান্নাঃ পুজো মানেই শপিং থেকে শুরু করে ঘুরে বেড়ানো আর জমিয়ে খাওয়া দাওয়া। তবে এই সময় শুধুমাত্র জামাকাপড় নয় অনেকেই বিভিন্ন সেল আসার কারণে স্মার্টফোন বা টেক গ্যাজেট কিনতে বেশি আগ্রহী থাকেন। আপনিও কি এবছর নিজের পুরোনো স্মর্টফোনটি আপগ্রেডের কথা ভাবছেন? তাহলে আপনার জন্য সুখবর অক্টোবর মাসেই লঞ্চ হতে চলেছে ৫টি স্মার্টফোন (Upcoming Smartphone) যার জন্য রীতিমত অপেক্ষায় আছেন অনেকেই। আজকের প্রতিবেদনে সেই সমস্ত ফোনের তালিকায় জানাবো আপনাদের।

১. Xiaomi 15 Pro : শাওমি কোম্পানির বহুপ্রতীক্ষিত একটি ফোন হল Xiaomi 15 Pro। ফোনটিতে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর থাকবে। একইসাথে 6.73 In QHD+ স্ক্রিন ও 120 Hz রিফ্রেশ রেট থাকবে। এছাড়াও 16GB Ram ও 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকবে বলে জানা যাচ্ছে। এককথায় বলতে গেলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অ্যান্ড্রয়েড ফোন হতে চলেছে Xiaomi 15 Pro মডেলটি।

২. OnePlus 13 : ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ মডেল ওয়ানপ্লাস ১৩ ও অক্টোবর মাসেই লঞ্চ হওয়ার কথা। এই ফোনটিতেও স্ন্যাপড্রাগন ৮  এলিট চিপসেট থাকবে। আগামী ২১ শে অক্টোবর কোম্পানির তরফ থেকে অফিসিয়াল লঞ্চের অনুষ্ঠান রাখা হয়েছে। এই ফোনটির জন্যও অপেক্ষায় রয়েছেন ওয়ানপ্লাস ভক্তরা।

৩. Vivo X200 Pro : ভিভো কোম্পানির X সিরিজের স্মার্টফোন নিয়ে প্রতিবছরই উত্তেজনা থাকে তুঙ্গে। এবছরেও তার ব্যতিক্রম হচ্ছে না। আসন্ন X200 Pro মডেলে Mediatek Dimensity 9400 প্রসেসরের সাথে Zeiss এর 200MP পেরিস্কোপিক জুম লেন্স থাকবে। যেটা এই ফোনটিকে বাকি সকল ফোনের থেকে আলাদা করে তুলবে।

৪. iQOO 13 : স্মার্টফোনের দুনিয়ায় অল্প দিনেই বেশ নাম করেছে iQoo কোম্পানি। iQoo 12 এর প্রিমিয়াম ডিজাইন থেকে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং গতবছরই নজর করেছিল। এবছর সেই ধারা বজায় রেখে আসতে চলেছে iQoo 13। ফোনটিতে 12GB Ram ও 256 GB এর ইন্টারনাল স্টোরেজ থাকবে বলে আশা করা হচ্ছে। তবে বাকি স্পেসিফিকেশন লঞ্চ হলেই জানা যাবে।

৫. Realme GT 7 Pro : মিড বাজেট ক্যাটেগরিতে Realme এর একাধিক ভালো ফোন রয়েছে। তবে প্রিমিয়াম মডেলের কথা বলতে গেলে GT সিরিজ বেশ জনপ্রিয়। আর কিছুদিনের মধ্যেই লঞ্চ হতে চলেছে Realme GT 7 Pro, যেখানে Snapdragon 8 Elite প্রসেসর, 50MP ত্রিপল ক্যামেরা সেটআপ দেহ যাবে। এছাড়াও ফোনটিতে 6100mAh এর বিশাল ব্যাটারি ও সেটাকে চার্জ দেওয়ার জন্য 120W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলেও জানা যাচ্ছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X