সময়ের অনেক আগেই ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গের মাটিতে। ইয়াসের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুই মেদিনীপুর এবং দুই 24 পরগনা জেলা। ঝড়-বৃষ্টি কিছুটা শান্ত হওয়ার পরই সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন রাজ্যের ক্ষতির পরিমাণ। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবের ফলে ইতিমধ্যেই ভেঙ্গে গিয়েছে 124 টি নদিবাঁধ, 3 লক্ষ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এছাড়াও এক কোটির বেশি মানুষ দুর্যোগের শিকার হয়েছেন।