এটা তো আমরা সবাই জানি যে, OTT এমন একটা প্লাটফর্ম যেখানে সেন্সরের চোখ রাঙানি নেই। সেখানে নেই সমালোচকদের কঠোর সমালোচনা। কারণ আমরা সকলে ধরেই নিই যে, যা বড়ো পর্দায় দেখানো সম্ভব নয় তা OTT তে দেখানো সম্ভব। সীমাহীন যৌনতা থেকে অবাধ খুনখারাপি সবকিছুই এই প্লাটফর্মে জলভাত।
তবে এর মধ্যেও এমন বেশকিছু ওয়েব সিরিজ আছে যেগুলির দূর্দান্ত গল্প, চিত্রনাট্যের বাস্তবতা, সমাজের অন্ধকার দিক, নৃশংসতা সবকিছু মনে দাগ কেটে যায়। আর এরকমই কিছু সিরিজ আছে যেগুলির গল্প-কাহিনী অসাধারণ তো বটেই কিন্তু কিছু দৃশ্যের কারণে আড়ালে বা লুকিয়েই দেখা সমিচীন।
ইয়ে কালি কালি আঁখে : নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত এই সিরিজে আপনি পাবেন ভালোবাসার পাশাপাশি বিশ্বাসঘাতকতা। তার সাথে রয়েছে ভালোবাসার উপাখ্যানে যৌনতার ফোড়ন।
আধা ইশক : আধা ইশক মূলত একটি রোমান্টিক থ্রিলার। দর্শকমহলে বেশ ভালোই সমাদৃত হয়েছিল সিরিজটি। গল্পে মাখোমাখো প্রেমের পাশাপাশি ঘনিষ্ঠতার একাধিক দৃশ্য আছে।
হিউম্যান : আইএমডিবি রেটিং দেখলেই বোঝা যায় সিরিজটি কী রকম জনপ্রিয়তা পেয়েছে। হটস্টারে সম্প্রচারিত এই সিরিজের গল্প চরম বাস্তবতা তুলে ধরেছিল। মেডিক্যাল দুনিয়ার অন্ধকার দিকের পাশাপাশি এতে পাবেন শেফালি শাহ ও কীর্তি কুলহারির উষ্ণ চুমু।
মির্জাপুর : এখনও পর্যন্ত ওটিটির দুনিয়ায় সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী সিরিজ হল ‘মির্জাপুর’। মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে আছে এর তৃতীয় কিস্তির জন্য। যাইহোক, মির্জাপুর মানেই নৃশংসতা, গুলি আর সাহসী দৃশ্যের ছড়াছড়ি।
এক থি বেগম : সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত এই সিরিজেও রয়েছে যৌনতার ছড়াছড়ি। সাথে পাবেন গা শির শির করা বাস্তবের প্রতিচ্ছবি।