নিউজ শর্ট ডেস্ক: নিজের বাড়ি তৈরি করার স্বপ্ন কার না থাকে! তার জন্য অনেকেই ব্যাংক থেকে হোম লোন নিয়ে থাকেন। যদিও হোম লোন (Home Loan) আবার সকলেই নিতে পারেন না। কারণ বাধ সাধে ব্যাংকের (Bank) নানান নিয়মের মারপ্যাঁচ। বিশেষ করে যাদের মাসিক বেতন কম হয়ে থাকে তাদের হোম লোন পেতে বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হয়।
বেতন বেশি না হলে অধিকাংশ ব্যাংক হোম লোন দিতেও চায় না। তাই যাদের মাসিক বেতন কম তাদের জন্যই সাহায্যের এবার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের দেশের একটি বড় ব্যাংক। যার ফলে মাসে ৯০০০ টাকার বেতন হলেও এই ব্যাংকটি থেকে হোম লোন পাওয়া যায়। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
শুধু তাই নয় হোম লোন দেওয়ার পর এই ব্যাংকের তরফ থেকে ৩৫ বছর অব্দি লোন শোধ করার সুযোগ-ও দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের কথা ভেবেই দেশের একটি বড় ব্যাংক এবার এমনই সিদ্ধান্ত নিয়েছে। যার মাধ্যমে উপকৃত হতে চলেছেন আমাদের দেশের বহু মানুষ।
এই পর্যন্ত পড়ে নিশ্চয়ই ভাবছেন কোন ব্যাংক এমন সুযোগ দিচ্ছে? আসলে সম্প্রতি সাধারণ মানুষের জন্য এমনই এক সুবর্ণ সুযোগ দিচ্ছে ইয়েস ব্যাঙ্ক (Yes Bank)।এ প্রসঙ্গে এই ব্যাংকের ওয়েবসাইটে বলা হয়েছে, যে কোনো চাকরিজীবী বা স্বনির্ভর ব্যক্তি এই ঋণ নিতে পারবেন। সম্প্রতি ইয়েস ব্যাঙ্ক একটি বিশেষ গৃহ ঋণ এনেছে, যার নাম YES KHUSHI Affordable Housing Loan।
আরও পড়ুন: ২০ লাখ টাকার Home Loan লাগবে! মাসে মাসে কত EMI পড়বে? হিসেব দেখুন
বিশেষ এই হোম লোন পরিশোধ করার মেয়াদ হল ৩৫ বছর। তবে এই হোম লোনের ওপর ব্যাংকের তরফ থেকে ১০.৫% থেকে ১২.৩০% শতাংশ হারে সুদ আদায় করা হয়ে থাকে। তবে এখানে বলে রাখি এই সুদের হার কিন্তু ব্যক্তির ক্রেডিট স্কোরের উপর নির্ভর করবে।
সম্প্রতি ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, এই হোম লোন শুরুই হচ্ছে ১ লক্ষ টাকা থেকে। এই ঋণ নির্মাণাধীন, রেডি-টু-মুভ বা পুনঃবিক্রয় সম্পত্তি কেনার জন্য নেওয়া যেতে পারে। এই ঋণ পরিশোধের জন্য চাকরিজীবীরা ৩৫ বছর আর ব্যবসায়ী অর্থাৎ স্ব-কর্মসংস্থানকারীরা ৩০ বছর সময় পাবেন।তবে এক্ষেত্রে ঋণগ্রহীতার বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যেই হতে হবে।