অখিলেশ মায়াবতীর দীর্ঘদিনের সাম্রাজ্য ভেঙে গত বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি। মুখ্যমন্ত্রী করা হয়েছিল যোগী আদিত্যনাথকে। প্রায় 5 বছর হতে চলল যোগী সরকারের। কয়েক দিন আগেই উত্তরপ্রদেশে জেলা পরিষদ নির্বাচন হয়েছে তাতেও ব্যাপক জয়লাভ করেছে বিজেপি।
তবে ভোটে জিতলেও উত্তরপ্রদেশে যোগী সরকার টিকে থাকা নিয়ে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছে। সামনেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে যোগী আদিত্যনাথ সরকার টিকিয়ে রাখতে পারবে তো? এই নিয়েই চলছে ব্যাপক সমালোচনা।
উত্তরপ্রদেশের 87 জন প্রাপ্তন আমলা যোগী আদিত্যনাথ সরকারের সমালোচনা করে খোলা চিঠি লিখেছেন। সেই চিঠিতে অভিযোগ করা হয়েছে, ” উত্তর প্রদেশের বর্তমান সরকার যেভাবে সরকার চালাচ্ছে তাতে কোন ভাবেই মানা হচ্ছে না ভারতীয় সংবিধান। এভাবে যদি চলতে থাকে তাহলে রাজ্যে আইনের শাসন বলতে কিছু থাকবে না। যদি দ্রুত এর বিরুদ্ধে না ব্যবস্থা নেওয়া হয় তাহলে সবকিছু হাতের বাইরে চলে যাবে।”