you can book hotel in digha at 225 rupees by the state govt booking

Papiya Paul

মাত্র ২২৫ টাকায় মিলবে হোটেল! বাঙালিদের জন্য ধামাকা অফার দীঘায়, এভাবে নিন ফায়দা

নিউজশর্ট ডেস্কঃ বাঙালির কাছে এক অন্যতম ভ্রমণ ডেস্টিনেশন(Travel Destination) হল দীঘা(Digha)। হাতে দু-একদিনের সময় পেলেই ঘুরতে চলে যেতে ভালোবাসেন বাঙালিরা। আর সেই তালিকায় সবার প্রথমে নাম থাকে দীঘার। এছাড়া পুরী(Puri) ও দার্জিলিং(Darjeeling) বাঙালীদের কাছে একটা জনপ্রিয় ডেস্টিনেশন। অল্প দিনের জন্য ঘুরে আসার ক্ষেত্রে দীঘা একটি দুর্দান্ত জায়গা।

   

যদিও বর্তমানে ভিড় বেড়েছে যার ফলে হোটেল গুলোর থাকার চার্জ বেড়েছে। এক্ষেত্রে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন সাধারণ মানুষেরা। আর সিজনে দীঘায় ঘুরতে গেলে হোটেল চার্জ শুনে মাথায় হাত হয়ে যায় মানুষের। সে সময় হাজার টাকার হোটেল হয়ে দাঁড়ায় ৩ হাজার টাকা কিংবা তারও বেশি। তবে এবার সাধারণ মানুষের সমস্যার সমাধান করার এক নতুন পন্থা আপনাদেরকে জানাচ্ছি।

এবার থেকে দিঘাতে থাকতে পারবেন মাত্র ২২৫ টাকা খরচ করে! নিশ্চয়ই অবাক হচ্ছেন। তাহলে পুরো ব্যাপারটা খুলে বলা যাক। রাজ্য সরকারের তরফ থেকে দীঘায় কিছু যুব আবাস করা হয়েছে। যেখানে মাথাপিছু খরচ হয় ২২৫ টাকা। আর আপনি যদি এসি ডাবল বেড রুম ভাড়া নেন তাহলে সেক্ষেত্রে আপনাকে দিতে হবে ৭৫০ টাকা।আর ট্রিপেল বেড রুমের খরচ প্রতিদিন ১১২৫ টাকা। অনলাইনে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত নিউ দীঘা যুব আবাস বুকিং করে নিতে পারেন।

কীভাবে আবেদন করবেন :

এর জন্য আপনাদের যেতে হবে https://youthhostelbooking.wb.gov.in/pages/Home.aspx ওয়েবসাইটে। এখানে নিজের অ্যাকাউন্ট বানিয়ে রেজিষ্টার করে নিতে হবে। এরপর আপনি CHECK AVAILABILITY অপশনে ক্লিক করে দেখে নিতে পারবেন কোন দিন কোন সময়ে রুম ফাঁকা আছে। নিজের চাহিদা মত রুম বুক করে নিলেই হল। একদম কম খরচে ঘুরে আসতে পারবেন দীঘা।