অল্প পুঁজিতে বাড়িতে বসেই প্রচুর আয়ের সুযোগ, মাসের শেষে কামাবেন ব্যাগ ভর্তি টাকা

নিউজশর্ট ডেস্কঃ বর্তমান সময়ে চাকরির বাজার একদমই উপযুক্ত নয়। মানুষ দীর্ঘদিন ধরে একটি চাকরির আশায় হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন। সরকারি চাকরি পাওয়া তো এখন আকাশের চাঁদ পাওয়ার মত। বেসরকারি চাকরিতেও সহজে সুযোগ মেলেনা। তাই বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা নতুন নতুন ব্যবসা(Business) করে নিজেদের আর্থিক অবস্থা সচ্ছল করার চেষ্টা করছেন। চাকরির বদলে যে কোনো স্টার্টআপ করার মানসিকতা এখন তাদের মধ্যে দেখা দিয়েছে।

তবে ব্যবসা করব ভাবলেই ব্যবসা শুরু করা যায় না। এর জন্য প্রয়োজন যথেষ্ট বিচার, বিশ্লেষণ, পর্যবেক্ষণ সমস্ত কিছু। কোন ব্যবসায় লাভ হবে? বর্তমান বাজারে কোন ব্যবসার চাহিদা বেশি? সমস্ত কিছুই জেনে নিতে হয়। ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অল্প বিনিয়োগের মাধ্যমে ব্যবসা শুরু করতে চান মানুষেরা। আজকের এই প্রতিবেদনে একদম অল্প বিনিয়োগের মাধ্যমে বিরাট লাভ হবে এমন ব্যবসার(Business Idea) কথা আলোচনা করা হবে।

আপনি আপনার বাড়িতে বসেই এই ব্যবসা শুরু করতে পারেন। আপনি পটেটো চিপস বা আলুর চিপসের(Potato Chips) ব্যবসা করে বাড়িতে বসেই প্রচুর টাকা ইনকাম করতে পারেন। এখানে বিনিয়োগের জন্য আপনার ১০ হাজার কিংবা ১৫ হাজার টাকার প্রয়োজন হবে না। বরং আপনি মাত্র ১০০০ টাকা দামের একটি মেশিন কিনে কাজ শুরু করে দিতে পারেন। আপনার ব্যবসা বাড়লে মেশিনের পরিমাণ বাড়িয়ে আপনি নিজের ব্যবসাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারেন।

এই মেশিন চালানোর জন্য কোন বিদ্যুতের প্রয়োজন হয় না। অনলাইনে মেশিনটি কিনে নিতে পারবেন। আলুর চিপসের চাহিদা এখন প্রচুর। যে কোন খাবার জিনিসের চাহিদা বরাবরই বেশি থাকে। খাবার জিনিসের ব্যবসার মাধ্যমে খুব সহজেই মোটা টাকা উপার্জন করা যায়। কি কি কাঁচামালের প্রয়োজন হয়? এই ব্যবসার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এমন হলো আলু। বাজারে খুব সহজেই এই আলু পেয়ে যাবেন। এর সাথে কিছু কাঁচামাল লাগবে।

মেশিনটিকে আপনি টেবিলে বসিয়ে চিপস তৈরি করে নিতে পারেন। এই চিপস তৈরি করার পর সেগুলো প্যাকেটে ভরে যে কোন বড় বড় দোকানে বিক্রি করতে পারেন। কিংবা আপনিও নিজের বাড়িতে দোকান খুলে ব্যবসা করতে পারেন। দোকানদারের কাছে ভালো বিক্রি হলে আপনার চিপসের চাহিদা বাড়বে আর ব্যবসাও এগিয়ে যাবে। বলা যেতে পারে এক্ষেত্রে আপনার আলুর চিপস তৈরি করতে গেলে যত পয়সা খরচ হবে তার থেকে প্রায় ৫ থেকে ৬ গুণ বেশি লাভ করতে পারে। এখানে খুব সহজেই আপনি প্রত্যেক মাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন।

Papiya Paul

X